ল-র-ব-য-হ ডেস্ক
১) মানব মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তবে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন প্রোগ্রাম চালাতে পারত। বিশ্বের সবচেয়ে শক্তশালী সুপার কম্পিউটার ব্লুজিনের সক্ষমতা এর মাত্র .০০২ শতাংশ।
২) ১০০ বছরের বেশি সময় ধরে হন্ডুরাস ও ইওরোতে 'মৎস্য বৃষ্টি' হচ্ছে। এ বৃষ্টিতে আকাশ থেকে প্রচুর মাছ পড়ে। এই অঞ্চলে বছরে ৪ বার পর্যন্ত এমন বৃষ্টি হয়ে থাকে।
৩) মশার দাঁত সংখ্যা ৪৭টি। মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পাড়ে। তাইতো পুরুষ মশা কখনো হুল ফোটায় না।
৪) বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির অ্যাম্বাসেডর হিসেবে বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তা মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির সকল কর্মীর আয়ের চেয়ে বেশি ছিল।
৫) স্টার ফিসের দেহ পুনর্গঠন হয়। এমনকি একটি বাহু থেকেও পুরো শরীরও সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: অলদ্যাইন্টারেস্টিং.কম
১) মানব মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তবে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন প্রোগ্রাম চালাতে পারত। বিশ্বের সবচেয়ে শক্তশালী সুপার কম্পিউটার ব্লুজিনের সক্ষমতা এর মাত্র .০০২ শতাংশ।
২) ১০০ বছরের বেশি সময় ধরে হন্ডুরাস ও ইওরোতে 'মৎস্য বৃষ্টি' হচ্ছে। এ বৃষ্টিতে আকাশ থেকে প্রচুর মাছ পড়ে। এই অঞ্চলে বছরে ৪ বার পর্যন্ত এমন বৃষ্টি হয়ে থাকে।
৩) মশার দাঁত সংখ্যা ৪৭টি। মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পাড়ে। তাইতো পুরুষ মশা কখনো হুল ফোটায় না।
৪) বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির অ্যাম্বাসেডর হিসেবে বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তা মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির সকল কর্মীর আয়ের চেয়ে বেশি ছিল।
৫) স্টার ফিসের দেহ পুনর্গঠন হয়। এমনকি একটি বাহু থেকেও পুরো শরীরও সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: অলদ্যাইন্টারেস্টিং.কম
গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
৪২ মিনিট আগে৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৫ দিন আগে