অনলাইন ডেস্ক
পাঁচতলা দালানটিতে রুম আছে প্রায় ১০০। সেখানে বাস করে ১৯৯ জন। বিস্ময়কর ব্যাপার হলো, এরা সবাই একই পরিবারের সদস্য।
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামের বাকতাওয়াং গ্রামটিতে এই পরিবারের বাস। অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বড় পরিবার এটি। তারা সবাই মিলেমিশে থাকে একটি বাড়িতে। বিশাল পরিবারটির কর্তা ছিলেন জিওনা চানা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস-সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান জিওনা চানা। তবে তাঁর তৈরি করা অসাধারণ পারিবারিক কাঠামো রয়ে গেছে এখনো।
জাওনা মৃত্যুর সময় ৩৮ জন স্ত্রী রেখে যান। এই স্ত্রীদের ঘরে ৮৯ জন সন্তান আছে। এ ছাড়া এই সন্তানদের স্বামী-স্ত্রী এবং তাঁদের ঘরে হওয়া নাতি-নাতনি তো আছেই। বুঝতেই পারছেন, এখনো বাড়ছে পরিবারটির সদস্যসংখ্যা।
পরিবারটি জিওনার তৈরি করা বাড়িতেই একসঙ্গে বসবাস করে চলেছে। গ্রামটির অবস্থান বেশ প্রত্যন্ত এলাকায়। তবে পাঁচতলা এক দালানে বসবাস করা এই পরিবারের কারণে গ্রামটি পর্যটকদের বেশ পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।
জিওনা চানা ‘চানা’ নামের একটি স্বতন্ত্র মতবিশ্বাসের সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৪২ সালে জিওনার বাবা এটি প্রতিষ্ঠা করেন। কয়েক শ পরিবার এর সদস্য।
জিওনা প্রথম বিয়ে করেন ১৭ বছর বয়সে। বলা হয়, কোনো এক বছরে ১০ জন নারীকে বিয়ে করেছিলেন তিনি।
মজার ঘটনা, পরিবারটির এই বিশাল আকারের পরও ২০১১ সালের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন, পরিবারটিকে আরও বড় করতে চান তিনি। আরও বিয়ে করতেও ইচ্ছুক।
জিওনা তখন বলেন, ‘আমার যত্ন নেওয়ার এবং দেখাশোনা করার জন্য অনেক লোক রয়েছে। নিজেকে একজন ভাগ্যবান মানুষ বলে মনে করি।’
পরিবারের সদস্যরা যখন দিনে দুবার খাওয়ার জন্য জড়ো হন, এমন একটি দৃশ্যের সৃষ্টি হয়, যা পরিবারের ডাইনিং রুমের চেয়ে ব্যস্ত ক্যানটিন কিংবা কোনো হোস্টেলের ডাইনিংয়ের মতো দেখায়।
পরিবারের সদস্যরা জিওনা চানার ইচ্ছাকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করতে চান। তার পরও অনেক কিছু বদলে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিওনার এক ছেলে রেকর্ড জানান, তিনি তাঁর বাবার মতো নন, বরং সাধারণ একজন মানুষ। তাঁর একাধিক স্ত্রীও থাকার সুযোগ নেই।
এদিকে পরিবারের সদস্যদের উন্নত শিক্ষার জন্য সন্তানদের অন্য কোথাও পাঠানোতেও আপত্তি নেই এখন। বর্তমানে ক্রমবর্ধমান পরিবারের সদস্যদের জন্য গ্রামে আরেকটি বাড়ি তৈরি করা হচ্ছে।
এমনকি মৃত্যুর প্রায় দুই বছর পরেও জিওনার প্রভাব তাঁর সম্প্রদায়ের মানুষের মধ্যে চোখে পড়ে। তাঁর ছবি ও আঁকা প্রতিকৃতি এখনো বাড়ির বিভিন্ন জায়গায় শোভা পায়।
১৯৯ জন সদস্যের একটি পরিবার একসঙ্গে থাকা, তাদের খাওয়া-পড়া ও পোশাকের ব্যবস্থা করা কিংবা অন্যান্য প্রয়োজন মেটানো চাট্টিখানি কথা নয়। সৌভাগ্যবশত প্রত্যেকেই কাজ করেন। কেউ পারিবারিক পাঁচটি শূকরের খোঁয়াড়ের একটিতে সময় দেন। কেউ খেতে বিভিন্ন ফসল রোপণ করেন, কেউ আবার পরিবারের চারটি কাঠের আসবাবের কোনো দোকানে কিংবা অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করেন।
প্রতিদিনের দুটি খাবারের আয়োজনকে বিশাল এক কর্মযজ্ঞ বলা যায়। কারণ এতে কমপক্ষে ৮০ কেজি চাল এবং অন্যান্য অনেক উপাদানের পাশাপাশি জোগাড়যন্ত্রের প্রয়োজন হয়। অবশ্য এই কাজগুলোও সবাই ভাগ করা নেওয়ায় কোনো জটিলতা তৈরি হয় না।
‘মানুষ হিসেবে আমরা সবাই বিভিন্ন ঝুটঝামেলা ও কঠিন সময়ের মুখোমুখি হই। তবে আমাদের বড় পরিবারটিতে সবাই একে অপরকে সহযোগিতা করায় অনেক ইতিবাচক দিকই রয়েছে।’ বলেন জিওনার পুত্রবধূদের একজন, ‘যখন আমরা অসুস্থ হই, একে অপরকে সাহায্য করি।’
জিওনার বড় ছেলে নুনপারলিয়ানা সচেতন যে পরিবারটির বহুবিবাহের রীতি তাঁর মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যেতে পারে। তাঁর দুই স্ত্রী রয়েছেন। তবে তিনি আশাবাদী, পরিবারটি আরও বহু বছর একতাবদ্ধ থাকবে।
সূত্র: এনডিটিভি, অডিটি সেন্ট্রাল, দ্য স্ট্রেইটস টাইমস
পাঁচতলা দালানটিতে রুম আছে প্রায় ১০০। সেখানে বাস করে ১৯৯ জন। বিস্ময়কর ব্যাপার হলো, এরা সবাই একই পরিবারের সদস্য।
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামের বাকতাওয়াং গ্রামটিতে এই পরিবারের বাস। অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বড় পরিবার এটি। তারা সবাই মিলেমিশে থাকে একটি বাড়িতে। বিশাল পরিবারটির কর্তা ছিলেন জিওনা চানা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস-সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান জিওনা চানা। তবে তাঁর তৈরি করা অসাধারণ পারিবারিক কাঠামো রয়ে গেছে এখনো।
জাওনা মৃত্যুর সময় ৩৮ জন স্ত্রী রেখে যান। এই স্ত্রীদের ঘরে ৮৯ জন সন্তান আছে। এ ছাড়া এই সন্তানদের স্বামী-স্ত্রী এবং তাঁদের ঘরে হওয়া নাতি-নাতনি তো আছেই। বুঝতেই পারছেন, এখনো বাড়ছে পরিবারটির সদস্যসংখ্যা।
পরিবারটি জিওনার তৈরি করা বাড়িতেই একসঙ্গে বসবাস করে চলেছে। গ্রামটির অবস্থান বেশ প্রত্যন্ত এলাকায়। তবে পাঁচতলা এক দালানে বসবাস করা এই পরিবারের কারণে গ্রামটি পর্যটকদের বেশ পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।
জিওনা চানা ‘চানা’ নামের একটি স্বতন্ত্র মতবিশ্বাসের সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৪২ সালে জিওনার বাবা এটি প্রতিষ্ঠা করেন। কয়েক শ পরিবার এর সদস্য।
জিওনা প্রথম বিয়ে করেন ১৭ বছর বয়সে। বলা হয়, কোনো এক বছরে ১০ জন নারীকে বিয়ে করেছিলেন তিনি।
মজার ঘটনা, পরিবারটির এই বিশাল আকারের পরও ২০১১ সালের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন, পরিবারটিকে আরও বড় করতে চান তিনি। আরও বিয়ে করতেও ইচ্ছুক।
জিওনা তখন বলেন, ‘আমার যত্ন নেওয়ার এবং দেখাশোনা করার জন্য অনেক লোক রয়েছে। নিজেকে একজন ভাগ্যবান মানুষ বলে মনে করি।’
পরিবারের সদস্যরা যখন দিনে দুবার খাওয়ার জন্য জড়ো হন, এমন একটি দৃশ্যের সৃষ্টি হয়, যা পরিবারের ডাইনিং রুমের চেয়ে ব্যস্ত ক্যানটিন কিংবা কোনো হোস্টেলের ডাইনিংয়ের মতো দেখায়।
পরিবারের সদস্যরা জিওনা চানার ইচ্ছাকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করতে চান। তার পরও অনেক কিছু বদলে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিওনার এক ছেলে রেকর্ড জানান, তিনি তাঁর বাবার মতো নন, বরং সাধারণ একজন মানুষ। তাঁর একাধিক স্ত্রীও থাকার সুযোগ নেই।
এদিকে পরিবারের সদস্যদের উন্নত শিক্ষার জন্য সন্তানদের অন্য কোথাও পাঠানোতেও আপত্তি নেই এখন। বর্তমানে ক্রমবর্ধমান পরিবারের সদস্যদের জন্য গ্রামে আরেকটি বাড়ি তৈরি করা হচ্ছে।
এমনকি মৃত্যুর প্রায় দুই বছর পরেও জিওনার প্রভাব তাঁর সম্প্রদায়ের মানুষের মধ্যে চোখে পড়ে। তাঁর ছবি ও আঁকা প্রতিকৃতি এখনো বাড়ির বিভিন্ন জায়গায় শোভা পায়।
১৯৯ জন সদস্যের একটি পরিবার একসঙ্গে থাকা, তাদের খাওয়া-পড়া ও পোশাকের ব্যবস্থা করা কিংবা অন্যান্য প্রয়োজন মেটানো চাট্টিখানি কথা নয়। সৌভাগ্যবশত প্রত্যেকেই কাজ করেন। কেউ পারিবারিক পাঁচটি শূকরের খোঁয়াড়ের একটিতে সময় দেন। কেউ খেতে বিভিন্ন ফসল রোপণ করেন, কেউ আবার পরিবারের চারটি কাঠের আসবাবের কোনো দোকানে কিংবা অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করেন।
প্রতিদিনের দুটি খাবারের আয়োজনকে বিশাল এক কর্মযজ্ঞ বলা যায়। কারণ এতে কমপক্ষে ৮০ কেজি চাল এবং অন্যান্য অনেক উপাদানের পাশাপাশি জোগাড়যন্ত্রের প্রয়োজন হয়। অবশ্য এই কাজগুলোও সবাই ভাগ করা নেওয়ায় কোনো জটিলতা তৈরি হয় না।
‘মানুষ হিসেবে আমরা সবাই বিভিন্ন ঝুটঝামেলা ও কঠিন সময়ের মুখোমুখি হই। তবে আমাদের বড় পরিবারটিতে সবাই একে অপরকে সহযোগিতা করায় অনেক ইতিবাচক দিকই রয়েছে।’ বলেন জিওনার পুত্রবধূদের একজন, ‘যখন আমরা অসুস্থ হই, একে অপরকে সাহায্য করি।’
জিওনার বড় ছেলে নুনপারলিয়ানা সচেতন যে পরিবারটির বহুবিবাহের রীতি তাঁর মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যেতে পারে। তাঁর দুই স্ত্রী রয়েছেন। তবে তিনি আশাবাদী, পরিবারটি আরও বহু বছর একতাবদ্ধ থাকবে।
সূত্র: এনডিটিভি, অডিটি সেন্ট্রাল, দ্য স্ট্রেইটস টাইমস
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪