অনলাইন ডেস্ক
মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।
ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’
প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।
শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।
ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’
চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।
নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।
এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।
ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’
প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।
শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।
ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’
চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।
নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।
এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে