Ajker Patrika

মেয়েকে নিয়ে ভ্রমণের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক
মেয়েকে নিয়ে ভ্রমণের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন জাকারবার্গ

মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।

ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’

প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।

শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।

ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’

আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’

চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।

নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।

এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত