অনলাইন ডেস্ক
লাল পান্ডা নিঃসন্দেহে একটা দুর্লভ প্রাণী। আর এটির দিকে যে বন্যপ্রাণী পাচারকারীদের নজর থাকবে, তাতে সন্দেহ নেই। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না যে কেউ লাগেজের ভেতরে করে এই প্রাণী চোরাচালানের চেষ্টা করবে। কিন্তু ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে।
ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা একটি রেড পান্ডাসহ আরও কয়েক ডজন বিভিন্ন ধরনের প্রাণী থাইল্যান্ড থেকে পাচারের চেষ্টা করছিলেন।
সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যে ৮৭টি প্রাণী জব্দ করা হয় তার মধ্যে ছিল সাপ, টিয়া, রাম গুই প্রভৃতি।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
আটক ব্যক্তিরা উড়োজাহাজে করে মুম্বাই যাওয়ার চেষ্টা করার সময় তাদের লাগেজে এই প্রাণীগুলো পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে।
থাই শুল্ক বিভাগ একটি ঝুড়ির ভেতরে বিপন্ন প্রাণী লাল পান্ডা এবং একটি প্লাস্টিকের পাত্রে আটকানো একটি তোতা পাখির ছবি প্রকাশ করেছে। সাপগুলো কাপড়ের ব্যাগে একটির সঙ্গে আরেকটি কুণ্ডলী পাকানো অবস্থায় ছিল।
থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারকারীদের একটি প্রধান ট্রানজিট এলাকা। এগুলো সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি হয়। কিন্তু ভারতও দ্রুত পাচার করা বন্যপ্রাণী বিক্রির একটি ভালো বাজারে পরিণত হচ্ছে।
লাল পান্ডা নিঃসন্দেহে একটা দুর্লভ প্রাণী। আর এটির দিকে যে বন্যপ্রাণী পাচারকারীদের নজর থাকবে, তাতে সন্দেহ নেই। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না যে কেউ লাগেজের ভেতরে করে এই প্রাণী চোরাচালানের চেষ্টা করবে। কিন্তু ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে।
ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা একটি রেড পান্ডাসহ আরও কয়েক ডজন বিভিন্ন ধরনের প্রাণী থাইল্যান্ড থেকে পাচারের চেষ্টা করছিলেন।
সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যে ৮৭টি প্রাণী জব্দ করা হয় তার মধ্যে ছিল সাপ, টিয়া, রাম গুই প্রভৃতি।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
আটক ব্যক্তিরা উড়োজাহাজে করে মুম্বাই যাওয়ার চেষ্টা করার সময় তাদের লাগেজে এই প্রাণীগুলো পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে।
থাই শুল্ক বিভাগ একটি ঝুড়ির ভেতরে বিপন্ন প্রাণী লাল পান্ডা এবং একটি প্লাস্টিকের পাত্রে আটকানো একটি তোতা পাখির ছবি প্রকাশ করেছে। সাপগুলো কাপড়ের ব্যাগে একটির সঙ্গে আরেকটি কুণ্ডলী পাকানো অবস্থায় ছিল।
থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারকারীদের একটি প্রধান ট্রানজিট এলাকা। এগুলো সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি হয়। কিন্তু ভারতও দ্রুত পাচার করা বন্যপ্রাণী বিক্রির একটি ভালো বাজারে পরিণত হচ্ছে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১৭ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে