অনলাইন ডেস্ক
কাজ থেকে বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি এক্সকাভেট (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ওই বাড়িরই এক সাবেক কর্মী। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৮ জুলাই ভিডিওটি টুইটারে শেয়ার করেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানাডার ক্যালগারিতে।
এনডিটিভির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়, ওই সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বয়স ৫৯। তিনি ওই বাড়ির সাবেক কর্মী ছিলেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।
ভিডিওটি শেয়ার করার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। টুইটারে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজারবারের বেশি দেখা হয়েছে, ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেকহাউসের কাছে এক্সকাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে চাকরিচ্যুত এক সাবেক কর্মী।’
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেন, অবশেষে কর্মীরা জাগতে শুরু করেছে। অনেক টুইটার ব্যবহারকারী আবার ওই কর্মীর ব্যাপক সমালোচনাও করেছেন।
বাড়িটির মালিক জর্ডি নিউল্যান্ডস স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে খরচ হতে পারে কয়েক লাখ ডলার।
কাজ থেকে বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি এক্সকাভেট (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ওই বাড়িরই এক সাবেক কর্মী। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৮ জুলাই ভিডিওটি টুইটারে শেয়ার করেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানাডার ক্যালগারিতে।
এনডিটিভির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়, ওই সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বয়স ৫৯। তিনি ওই বাড়ির সাবেক কর্মী ছিলেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।
ভিডিওটি শেয়ার করার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। টুইটারে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজারবারের বেশি দেখা হয়েছে, ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেকহাউসের কাছে এক্সকাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে চাকরিচ্যুত এক সাবেক কর্মী।’
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেন, অবশেষে কর্মীরা জাগতে শুরু করেছে। অনেক টুইটার ব্যবহারকারী আবার ওই কর্মীর ব্যাপক সমালোচনাও করেছেন।
বাড়িটির মালিক জর্ডি নিউল্যান্ডস স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে খরচ হতে পারে কয়েক লাখ ডলার।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৫ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৫ দিন আগে