ইমরান খান
‘দম্পতি হিসেবে সামনে এগোনে আর সম্ভব বলে আর বিশ্বাস করতে পারছি না’– এইটুকু বলেই বিচ্ছেদ! বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস আর মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের জন্য এতোটুকু কারণ দর্শানোই যথেষ্ট মনে করছেন না বাংলাদেশের ডিভোর্স বিশেষজ্ঞরা। তাঁদের দৃঢ় বিশ্বাস, এর পেছনে কারণ আছে আরও। বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানির মালিক হওয়ায় গণমাধ্যমের চুপ থাকা নিয়েও তাঁরা মহা ক্ষ্যাপা। যে সাংবাদিকরা লিখেছেন তাঁদের ‘চাকরি থাকবে না’ বলে যে সমবেদনা নেই তাও নয়। তবে ‘ভাসুরের’ নাম যে জানা গেল, তাই বা কম কী! মহা ক্ষমতাধর ফেসবুকে পোস্ট, কমেন্টের সমারোহে এ বিচ্ছেদের চাঞ্চল্যকর সব কারণ বিশ্ববাসীর সামনে হাজির করছেন এ বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য অনুযায়ী এর মধ্যে অত্যন্ত যৌক্তিক কিছু কারণ এখানে তুলে ধরা হলো–
এদিকে গভীর অনুসন্ধানে দেখা গেছে, এ ডিভোর্স বিশেষজ্ঞদের কেউই ডিভোর্সি নয়। এরপরেও তাঁরা কীভাবে এমন খ্যাতি অর্জন করলেন তা নিয়ে মাওয়া-জাজিরার গভীরতর অনুসন্ধান চলছে। যে প্রতিষ্ঠান থেকে তাঁরা ডিগ্রি নিয়েছেন সেটির অস্তিত্ব আছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। এসব অঘামার্কা প্রশ্ন যাঁরা তুলেছেন তাঁদের হারিকেন দিয়ে খুঁজছে বিলবাহিনী।
‘দম্পতি হিসেবে সামনে এগোনে আর সম্ভব বলে আর বিশ্বাস করতে পারছি না’– এইটুকু বলেই বিচ্ছেদ! বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস আর মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের জন্য এতোটুকু কারণ দর্শানোই যথেষ্ট মনে করছেন না বাংলাদেশের ডিভোর্স বিশেষজ্ঞরা। তাঁদের দৃঢ় বিশ্বাস, এর পেছনে কারণ আছে আরও। বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানির মালিক হওয়ায় গণমাধ্যমের চুপ থাকা নিয়েও তাঁরা মহা ক্ষ্যাপা। যে সাংবাদিকরা লিখেছেন তাঁদের ‘চাকরি থাকবে না’ বলে যে সমবেদনা নেই তাও নয়। তবে ‘ভাসুরের’ নাম যে জানা গেল, তাই বা কম কী! মহা ক্ষমতাধর ফেসবুকে পোস্ট, কমেন্টের সমারোহে এ বিচ্ছেদের চাঞ্চল্যকর সব কারণ বিশ্ববাসীর সামনে হাজির করছেন এ বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য অনুযায়ী এর মধ্যে অত্যন্ত যৌক্তিক কিছু কারণ এখানে তুলে ধরা হলো–
এদিকে গভীর অনুসন্ধানে দেখা গেছে, এ ডিভোর্স বিশেষজ্ঞদের কেউই ডিভোর্সি নয়। এরপরেও তাঁরা কীভাবে এমন খ্যাতি অর্জন করলেন তা নিয়ে মাওয়া-জাজিরার গভীরতর অনুসন্ধান চলছে। যে প্রতিষ্ঠান থেকে তাঁরা ডিগ্রি নিয়েছেন সেটির অস্তিত্ব আছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। এসব অঘামার্কা প্রশ্ন যাঁরা তুলেছেন তাঁদের হারিকেন দিয়ে খুঁজছে বিলবাহিনী।
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটিকে যারা দেখেছেন তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
১ দিন আগেমার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
৩ দিন আগে২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
৪ দিন আগেপৃথিবীতে এমন কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো দেখলে ওই সময় মানব নির্মিত কোনো স্থাপনা বলে বিশ্বাস করা কঠিন! কারণ, এসব স্থাপনার নির্মাণশৈলী একই সঙ্গে জটিল ও বিশাল।
৯ দিন আগে