ল-র-ব-য-হ ডেস্ক
শাস্ত্রীয় সংগীত মানুষের মনকে শীতল করে। তবে গাভির দুধ উৎপাদনেও এর প্রভাব রয়েছে। আকগান নামের তুরস্কের এক কৃষকের দাবি, দুধ দোহনের সময় শাস্ত্রীয় সংগীত চালু রাখলে তাঁর গাভি স্বাভাবিকের চেয়ে পাঁচ শতাংশ বেশি দুধ দেয়।
গাভির দুধ উৎপাদনে শাস্ত্রীয় সংগীতের প্রভাব নিয়ে বিজ্ঞানীরাও বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ২০০১ সালে লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। দুগ্ধজাত গাভির ওপর পরিচালিত এ 'মিউজিক স্টাডি'তে দেখা যায়, শাস্ত্রীয় সুর শোনার সময় গাভির শরীর শিথিল হওয়ায় বেশি দুধ পাওয়া যায়।
তুর্কি সংবাদপত্র হারিয়িয়েতের এক প্রতিবেদনে বলা হয়, অনেক কৃষক দুধ দোহনের স্থানে স্পিকার বসিয়ে সংগীত আয়োজন করছেন। এতে ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে।
পশুচিকিৎসক মেহমেত এরকান দোগান বলেন, গাভিকে যে ধরনের খাবারই দেন না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক চাপ দূর করা। আর এ সংগীত থেরাপিতে কোনো খরচও হয় না। এ থেরাপিতে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমে বলেও তিনি উল্লেখ করেন।
গাভির পাশাপাশি দুধ উৎপাদনকারী অন্য প্রাণীদের ক্ষেত্রেও এ থেরাপির পরীক্ষা চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকে রেকর্ডিং বাজানোর বদলে লাইভ সংগীতও আয়োজন করে থাকেন।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে গাভির জন্য গান করেছিলেন ইতালির পশুচিকিৎসক আলফানসো কামাস। ভিডিওটি ভাইরাল হলে 'গায়ক পশুচিকিৎসক' খ্যাতি পাওয়া এ চিকিৎসকও বিশ্বাস করেন, গান প্রাণীদের শান্ত করে।
শাস্ত্রীয় সংগীত মানুষের মনকে শীতল করে। তবে গাভির দুধ উৎপাদনেও এর প্রভাব রয়েছে। আকগান নামের তুরস্কের এক কৃষকের দাবি, দুধ দোহনের সময় শাস্ত্রীয় সংগীত চালু রাখলে তাঁর গাভি স্বাভাবিকের চেয়ে পাঁচ শতাংশ বেশি দুধ দেয়।
গাভির দুধ উৎপাদনে শাস্ত্রীয় সংগীতের প্রভাব নিয়ে বিজ্ঞানীরাও বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ২০০১ সালে লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। দুগ্ধজাত গাভির ওপর পরিচালিত এ 'মিউজিক স্টাডি'তে দেখা যায়, শাস্ত্রীয় সুর শোনার সময় গাভির শরীর শিথিল হওয়ায় বেশি দুধ পাওয়া যায়।
তুর্কি সংবাদপত্র হারিয়িয়েতের এক প্রতিবেদনে বলা হয়, অনেক কৃষক দুধ দোহনের স্থানে স্পিকার বসিয়ে সংগীত আয়োজন করছেন। এতে ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে।
পশুচিকিৎসক মেহমেত এরকান দোগান বলেন, গাভিকে যে ধরনের খাবারই দেন না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক চাপ দূর করা। আর এ সংগীত থেরাপিতে কোনো খরচও হয় না। এ থেরাপিতে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমে বলেও তিনি উল্লেখ করেন।
গাভির পাশাপাশি দুধ উৎপাদনকারী অন্য প্রাণীদের ক্ষেত্রেও এ থেরাপির পরীক্ষা চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকে রেকর্ডিং বাজানোর বদলে লাইভ সংগীতও আয়োজন করে থাকেন।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে গাভির জন্য গান করেছিলেন ইতালির পশুচিকিৎসক আলফানসো কামাস। ভিডিওটি ভাইরাল হলে 'গায়ক পশুচিকিৎসক' খ্যাতি পাওয়া এ চিকিৎসকও বিশ্বাস করেন, গান প্রাণীদের শান্ত করে।
গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
২৬ মিনিট আগে৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৫ দিন আগে