অনলাইন ডেস্ক
বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।
বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।
বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।
বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।
বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।
বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১৫ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে