অনলাইন ডেস্ক
বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।
বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।
বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।
বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।
বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।
বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪