অনলাইন ডেস্ক
লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে