Ajker Patrika

বিদ্যুতের খুঁটির ৫০ ফুট উচ্চতায় কয়েক দিন আটকে ছিল বিড়ালটি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২৪, ১৩: ৫২
বিদ্যুতের খুঁটির ৫০ ফুট উচ্চতায় কয়েক দিন আটকে ছিল বিড়ালটি

লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।

কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে। 

সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত