ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমার বড় বোনের প্রেমের বিয়ে ডিভোর্স হয়ে যায় বছর তিনেক আগে। তাঁদের একটি কন্যাসন্তান আছে, যে আমার বোনের সঙ্গে থাকে। এই সন্তানের কারণে তাঁদের দুজনের আবারও যোগাযোগ শুরু হয় গত বছর থেকে। যোগাযোগ হলেও তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে। বিভিন্ন দিক ভেবে আমার বোন চাইছেন তাঁর সাবেক স্বামীকে আবার বিয়ে করতে। তাঁর সাবেক স্বামীকে জানানো হলে তিনি সরাসরি না বলেননি, আবার সম্মতিও দেননি। তবে জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তিনি ভয় পান আবারও সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার। তাঁদের আবার বিয়েতে কি আইনি কোনো বাধা আছে? এ ক্ষেত্রে খোরপোশ ও দেনমোহরের আগের হিসাবগুলো কী হবে?
কানিজ শামস, ঢাকা
উত্তর: যেহেতু আপনার বোনের তিন বছর আগে ডিভোর্স হয়েছে, তাই তাঁরা আবার বিয়ে করতে পারবেন। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ডিভোর্স হওয়ার পরের তিন মাস পর্যন্ত যদি তিনি ভরণপোষণ না পেয়ে থাকেন, তাহলে সেই পরিমাণ ভরণপোষণ এবং দেনমোহর যদি বাকি থাকে, সেই দেনমোহর আপনার বোন পাবেন। নতুন করে বিয়ে হোক বা না হোক, এই হিসাবটা আলাদা। তবে এর জন্য পারিবারিক আদালতে না গিয়ে আপসে সমাধান করে নেওয়াই ভালো।
স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবেন না, এটি আমাদের দেশে প্রচলিত ভুল ধারণা। স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাবেন। বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক, স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন। তবে নিকাহনামায় কোনো উশুল লেখা থাকলে বকেয়া টাকা পাবেন। বিয়ে যত দিন চলমান থাকবে, তত দিন স্বামী তাঁর স্ত্রীকে উপযুক্ত পরিমাণে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় ঘটলে স্ত্রী যেকোনো সময় আইনের আশ্রয় নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
২ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
২ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
২ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
২ দিন আগে