অর্চি হক, ঢাকা
‘যারা টিভি রুমকে পড়াশোনার জন্য ব্যবহার করছেন, তাদের আজকের মধ্যে বইপত্রসহ ব্যক্তিগত জিনিস নিয়ে খালি করার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় হোস্টেল নীতিমালার শর্তভঙ্গের কারণে তাদের সিট বাতিল করা হবে।’
রাজধানীর নীলক্ষেতে অবস্থিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কর্মজীবী মহিলা হোস্টেলে এভাবেই টিভি রুম খালি করার জন্য নোটিশ সেঁটে দেওয়া হয়েছে। অথচ পড়ার আলাদা কোনো জায়গা না থাকাতেই বাধ্য হয়ে টিভি রুমে আশ্রয় নেন বোর্ডাররা।
পড়াশোনার অসুবিধা কর্মজীবী নারীদের এ আবাসনের অনেক সমস্যার মাত্র একটি। নতুন ভবন হয়েছে, যার ভাড়া পুরোনো ভবনের দ্বিগুণের বেশি। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, নতুন ভবন হলেও সেবার মান বাড়েনি।
‘ভাড়া বেশি, সেবা কম’
হোস্টেলের পুরোনো দুটি ভবনের ভাড়া একরকম, নতুন ভবনের ভাড়া তার তুলনায় মোটের ওপর তিনগুণ। পুরোনো ভবনে ৪ সিটের রুমে ভাড়া ১ হাজার ১২০ টাকা। আর নতুন ভবনে ৪ সিটের রুমে ভাড়া ৩ হাজার ৭৪৬ টাকা। পুরোনো ভবনে সিঙ্গেল রুমের ভাড়া ২ হাজার ৫৬০ টাকা। নতুন ভবনে তা ৬ হাজার ৬০৩ টাকা।
বাসিন্দারা বলেছেন, ভাড়া বেশি হলেও নতুন ভবনে নেই বাড়তি কোনো সুবিধা। তিন ভবনে বোর্ডারদের নিজেদের ব্যবহারের জন্য রয়েছে মাত্র দুটি রান্নাঘর, দুটি টিভি রুম আর একটি মাত্র ক্যানটিন।
তামান্না আফরীন নামের একজন বোর্ডার বলেন, ‘সত্যি বলতে, বাধ্য হয়ে এখানে আছি।’
বিস্বাদ খাবার, সেটুকুও পান না অনেকে
‘মাছ আর মুরগির ঝোলটা এত বাজে! মুরগির মাংস প্রায়ই কাঁচা থাকে,’ হোস্টেলের খাবারের মানের এ বর্ণনা দিলেন সুমাইয়া তাবাসসুম। তিনি জানালেন, ক্যানটিনে যেতে দেরি হলে অনেক সময়ই শেষ হয়ে যায় দুপুরের খাবার।
শুক্রবার ক্যানটিনে গিয়ে দেখা যায়, বেলা ১টা ৫০ মিনিটের দিকে খাবার দেওয়া শুরু হয় ৷ ২টা ২৫-এ শেষ হয়ে যায় ভাত। ২০ মিনিট পর যখন নতুন করে ভাত আসে, ততক্ষণে মাছ, মুরগি প্রায় শেষ।
এ বিষয়ে হোস্টেল সুপার ছামিনা হাফিজ বলেন, ‘মাঝে মাঝে মাছ, মুরগিটা শেষ হয়ে যায়। এটা সব সময় হয় না।’
পড়ার পরিবেশ নেই
সরকারি এই হোস্টেলের তিন ভবন মিলিয়ে একটি লাইব্রেরি। তা মূলত বন্ধই থাকে বলে বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন। প্রতিটি বেডের সঙ্গে একটি পড়ার টেবিল থাকলেও অনেকের উপস্থিতির কারণে পড়ার আদর্শ পরিবেশ থাকে না। তাই অনেকে টিভি ও জিম রুমে গিয়ে, এমনকি করিডরে টেবিল পেতে পড়াশোনার জায়গা করে নিয়েছেন। এ বিষয়ে হোস্টেল সুপার বলেন, ‘বোর্ডাররা শিক্ষার্থী নন। তাই আলাদা রিডিং রুম নেই।’
লাইব্রেরি বন্ধ থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি। অন্যদিকে কর্মজীবীদের পড়ার দরকার নেই—এ যুক্তি হাস্যকর, বলেছেন কয়েকজন বোর্ডার।
এ প্রতিবেদক গত বৃহস্পতি ও শুক্রবার হোস্টেলে গিয়ে লাইব্রেরিতে তালা ঝুলতে দেখেছেন।
অপরিচ্ছন্ন চারদিক
হোস্টেল ভবনগুলোর ভেতরে ও বাইরে দুদিন ঘুরে দেখা যায়, বেশির ভাগ জায়গাই অপরিচ্ছন্ন। রান্নাঘর, থালাবাটি ধোয়ার জায়গা এবং টয়লেটগুলো অপরিষ্কার। তাহিয়া ইসলাম নামের একজন বলেন, ‘আমরা যে একটু শান্তিমতো হাঁটব, সেটাও পারি না। ছাদগুলোও বন্ধ করে রাখা হয়।’
সুপারিশ ছাড়া মেলে না সিট
কর্মজীবী নারীদের সাময়িকভাবে থাকার জন্য মহিলাবিষয়ক অধিদপ্তরের এ রকম মোট নয়টি হোস্টেল রয়েছে। তবে সুবিধাজনক অবস্থানের কারণে রাজধানীর এই হোস্টেলটিতেই আবেদন পড়ে সবচেয়ে বেশি। মাস্টার্সের পরে হল ছেড়ে দেওয়া অনেক নারী শিক্ষার্থীই নীলক্ষেত হোস্টেলে থাকাটা নিরাপদ ও সুবিধাজনক মনে করেন। তবে অভিযোগ রয়েছে, উচ্চপদস্থ বা অন্য কোনোভাবে প্রভাবশালী কারও সুপারিশ ছাড়া হোস্টেলে সিট মেলে না।
হোস্টেল সুপার সুপারিশের বিষয়টি অস্বীকার করে বলেন, জমা পড়া আবেদন থেকে যাচাই-বাছাই করে বরাদ্দ দেওয়া হয়।
(বোর্ডারদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে)
‘যারা টিভি রুমকে পড়াশোনার জন্য ব্যবহার করছেন, তাদের আজকের মধ্যে বইপত্রসহ ব্যক্তিগত জিনিস নিয়ে খালি করার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় হোস্টেল নীতিমালার শর্তভঙ্গের কারণে তাদের সিট বাতিল করা হবে।’
রাজধানীর নীলক্ষেতে অবস্থিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কর্মজীবী মহিলা হোস্টেলে এভাবেই টিভি রুম খালি করার জন্য নোটিশ সেঁটে দেওয়া হয়েছে। অথচ পড়ার আলাদা কোনো জায়গা না থাকাতেই বাধ্য হয়ে টিভি রুমে আশ্রয় নেন বোর্ডাররা।
পড়াশোনার অসুবিধা কর্মজীবী নারীদের এ আবাসনের অনেক সমস্যার মাত্র একটি। নতুন ভবন হয়েছে, যার ভাড়া পুরোনো ভবনের দ্বিগুণের বেশি। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, নতুন ভবন হলেও সেবার মান বাড়েনি।
‘ভাড়া বেশি, সেবা কম’
হোস্টেলের পুরোনো দুটি ভবনের ভাড়া একরকম, নতুন ভবনের ভাড়া তার তুলনায় মোটের ওপর তিনগুণ। পুরোনো ভবনে ৪ সিটের রুমে ভাড়া ১ হাজার ১২০ টাকা। আর নতুন ভবনে ৪ সিটের রুমে ভাড়া ৩ হাজার ৭৪৬ টাকা। পুরোনো ভবনে সিঙ্গেল রুমের ভাড়া ২ হাজার ৫৬০ টাকা। নতুন ভবনে তা ৬ হাজার ৬০৩ টাকা।
বাসিন্দারা বলেছেন, ভাড়া বেশি হলেও নতুন ভবনে নেই বাড়তি কোনো সুবিধা। তিন ভবনে বোর্ডারদের নিজেদের ব্যবহারের জন্য রয়েছে মাত্র দুটি রান্নাঘর, দুটি টিভি রুম আর একটি মাত্র ক্যানটিন।
তামান্না আফরীন নামের একজন বোর্ডার বলেন, ‘সত্যি বলতে, বাধ্য হয়ে এখানে আছি।’
বিস্বাদ খাবার, সেটুকুও পান না অনেকে
‘মাছ আর মুরগির ঝোলটা এত বাজে! মুরগির মাংস প্রায়ই কাঁচা থাকে,’ হোস্টেলের খাবারের মানের এ বর্ণনা দিলেন সুমাইয়া তাবাসসুম। তিনি জানালেন, ক্যানটিনে যেতে দেরি হলে অনেক সময়ই শেষ হয়ে যায় দুপুরের খাবার।
শুক্রবার ক্যানটিনে গিয়ে দেখা যায়, বেলা ১টা ৫০ মিনিটের দিকে খাবার দেওয়া শুরু হয় ৷ ২টা ২৫-এ শেষ হয়ে যায় ভাত। ২০ মিনিট পর যখন নতুন করে ভাত আসে, ততক্ষণে মাছ, মুরগি প্রায় শেষ।
এ বিষয়ে হোস্টেল সুপার ছামিনা হাফিজ বলেন, ‘মাঝে মাঝে মাছ, মুরগিটা শেষ হয়ে যায়। এটা সব সময় হয় না।’
পড়ার পরিবেশ নেই
সরকারি এই হোস্টেলের তিন ভবন মিলিয়ে একটি লাইব্রেরি। তা মূলত বন্ধই থাকে বলে বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন। প্রতিটি বেডের সঙ্গে একটি পড়ার টেবিল থাকলেও অনেকের উপস্থিতির কারণে পড়ার আদর্শ পরিবেশ থাকে না। তাই অনেকে টিভি ও জিম রুমে গিয়ে, এমনকি করিডরে টেবিল পেতে পড়াশোনার জায়গা করে নিয়েছেন। এ বিষয়ে হোস্টেল সুপার বলেন, ‘বোর্ডাররা শিক্ষার্থী নন। তাই আলাদা রিডিং রুম নেই।’
লাইব্রেরি বন্ধ থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি। অন্যদিকে কর্মজীবীদের পড়ার দরকার নেই—এ যুক্তি হাস্যকর, বলেছেন কয়েকজন বোর্ডার।
এ প্রতিবেদক গত বৃহস্পতি ও শুক্রবার হোস্টেলে গিয়ে লাইব্রেরিতে তালা ঝুলতে দেখেছেন।
অপরিচ্ছন্ন চারদিক
হোস্টেল ভবনগুলোর ভেতরে ও বাইরে দুদিন ঘুরে দেখা যায়, বেশির ভাগ জায়গাই অপরিচ্ছন্ন। রান্নাঘর, থালাবাটি ধোয়ার জায়গা এবং টয়লেটগুলো অপরিষ্কার। তাহিয়া ইসলাম নামের একজন বলেন, ‘আমরা যে একটু শান্তিমতো হাঁটব, সেটাও পারি না। ছাদগুলোও বন্ধ করে রাখা হয়।’
সুপারিশ ছাড়া মেলে না সিট
কর্মজীবী নারীদের সাময়িকভাবে থাকার জন্য মহিলাবিষয়ক অধিদপ্তরের এ রকম মোট নয়টি হোস্টেল রয়েছে। তবে সুবিধাজনক অবস্থানের কারণে রাজধানীর এই হোস্টেলটিতেই আবেদন পড়ে সবচেয়ে বেশি। মাস্টার্সের পরে হল ছেড়ে দেওয়া অনেক নারী শিক্ষার্থীই নীলক্ষেত হোস্টেলে থাকাটা নিরাপদ ও সুবিধাজনক মনে করেন। তবে অভিযোগ রয়েছে, উচ্চপদস্থ বা অন্য কোনোভাবে প্রভাবশালী কারও সুপারিশ ছাড়া হোস্টেলে সিট মেলে না।
হোস্টেল সুপার সুপারিশের বিষয়টি অস্বীকার করে বলেন, জমা পড়া আবেদন থেকে যাচাই-বাছাই করে বরাদ্দ দেওয়া হয়।
(বোর্ডারদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে)
বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের প্রথম সারির নেত্রী এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভাপতি আয়শা খানম আমৃত্যু নারী অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে সুদূরপ্রসারী ভূমিকা গ্রহণ করেছেন। উত্তরসূরিদের মধ্যে যৌথ নেতৃত্বদানের সক্ষমতা গড়ে তুলেছিলেন তিনি।
৫ ঘণ্টা আগেপ্রয়োজন পথ দেখায়। উম্মে কুলসুম পপিও প্রয়োজনের তাগিদে বেছে নিয়েছিলেন নিজের পথ। সে পথে সাফল্য ছিল, ব্যর্থতা ছিল, ছিল করোনার স্মৃতি। কিন্তু পপি পথ হারাননি। এখন ফেসবুকে তাঁর নামে যে পেজ রয়েছে, তাতে অনুসারীর সংখ্যা প্রায় ২২ লাখ। পড়াশোনা শেষ করেই তিনি পরিচিতি পেয়েছেন অনলাইন উদ্যোক্তা হিসেবে।
২ দিন আগেকষ্টের জীবন তিন বোন, এক ভাইয়ের মধ্যে খাদিজা বড়। বাবা মারা গেলে পরিবারের দেখভাল করার ভার তাঁর কাঁধেই পড়ে। বিভিন্ন কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। অনেক কষ্টে এসএসসি পাস করে ২০০৭ সালে একটি এনজিওতে চাকরি নেন তিনি। এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। বর্তমানে কাপাসিয়া
২ দিন আগেবছর চারের মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্তত দেশটির ডি-ফ্যাক্টো নেতা আবু মোহাম্মদ আল-জোলানি ওরফে আহমেদ আল-শারা সে রকমই জানিয়েছেন গণমাধ্যমকে। তার আগে, সিরিয়ার জন্য নতুন একটি সংবিধান রচনা করা হবে।
২ দিন আগে