নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্মজীবী মায়েদের সুবিধার্থে রোডম্যাপ ফর চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এই রোডম্যাপ তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে আইএলও। উন্নত শিশুযত্ন ব্যবস্থা, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং দীর্ঘ মেয়াদে তাঁদের কর্মক্ষেত্রে থাকা নিশ্চিত করবে এটি। পাশাপাশি চাইল্ড কেয়ার গিভার হিসেবে নারী ও পুরুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি তারকা হোটেলে এ রোডম্যাপের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেন।
গবেষণার বরাত দিয়ে আরএপিআইডি বা র্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক আবু ইউসুফ জানান, বর্তমানে দেশে সরকার পরিচালিত ৬৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র এবং ১০০টির বেশি বেসরকারি কেন্দ্র রয়েছে। শিশুদের দেখাশোনার লোকসংকটের কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না ৫৪ শতাংশ নারী। রোডম্যাপটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রগুলো ব্যবহারে সচেতনতা বাড়ানো, কেন্দ্রের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সনদ দেওয়া এবং কেন্দ্রগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তাতে সরকারের নজরদারি নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান র্যাপিডের তত্ত্বাবধানে সরকারের বিভিন্ন সংস্থা, শ্রমিক ও মালিক সংগঠন, চাইল্ড কেয়ার ওয়ার্কার এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শের মাধ্যমে এ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
কর্মজীবী মায়েদের সুবিধার্থে রোডম্যাপ ফর চাইল্ড কেয়ার ইন বাংলাদেশ প্রণয়ন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এই রোডম্যাপ তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে আইএলও। উন্নত শিশুযত্ন ব্যবস্থা, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং দীর্ঘ মেয়াদে তাঁদের কর্মক্ষেত্রে থাকা নিশ্চিত করবে এটি। পাশাপাশি চাইল্ড কেয়ার গিভার হিসেবে নারী ও পুরুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার একটি তারকা হোটেলে এ রোডম্যাপের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেন।
গবেষণার বরাত দিয়ে আরএপিআইডি বা র্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক আবু ইউসুফ জানান, বর্তমানে দেশে সরকার পরিচালিত ৬৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র এবং ১০০টির বেশি বেসরকারি কেন্দ্র রয়েছে। শিশুদের দেখাশোনার লোকসংকটের কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না ৫৪ শতাংশ নারী। রোডম্যাপটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রগুলো ব্যবহারে সচেতনতা বাড়ানো, কেন্দ্রের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সনদ দেওয়া এবং কেন্দ্রগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তাতে সরকারের নজরদারি নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান র্যাপিডের তত্ত্বাবধানে সরকারের বিভিন্ন সংস্থা, শ্রমিক ও মালিক সংগঠন, চাইল্ড কেয়ার ওয়ার্কার এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শের মাধ্যমে এ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
চীন, রাশিয়া কিংবা ইউরোপের গণপরিবহনে পাঠকদের প্রায়ই মগ্ন দেখা যায়। জার্মানিতে রাস্তাঘাট ও পার্কে আছে ছোট ছোট লাইব্রেরি। সেখান থেকে যে কেউ বই নিয়ে পড়তে পারেন। জার্মানির এমন দৃশ্যের মনোজ্ঞ বর্ণনা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন বাংলাদেশি যুবক মানো বিশ্বাস।
১৪ ঘণ্টা আগেআমার এক কাজিনের মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়েন। একদিন কলেজ শেষে বাড়ি ফেরার সময় এক লোক তাঁকে ভয় দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। তারপর তাঁর কাছে টাকা দাবি করেন। ওই মেয়ে টাকা দেওয়ার কথা বলে বাড়ি এসে মানসিকভাবে ভেঙে পড়েন। এখন কলেজে যেতে ভয় পাচ্ছেন...
১৪ ঘণ্টা আগেগ্রামের পূর্ব-দক্ষিণ প্রান্তে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে সাজেদার মৎস্য চাষ প্রকল্প। ২০২২ সালে ২০ শতাংশের পুকুর দিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে বর্গা নিয়ে আরও ৮০ শতাংশ জমির প্রকল্পে যুক্ত করেছেন। সাজেদার সঙ্গে স্বামী, শ্বশুর, শাশুড়ি—সবার শ্রমে তৈরি হয় এক একর আয়তনের প্রকল্প পুকুর। সেই পুকুরে মাছ...
১৪ ঘণ্টা আগেপৃথিবীতে নারীদের এখনো পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে ধরা হয়। তবে নিজের দেশ ও জাতীয় সত্তা এগিয়ে নিয়ে যেতে যুগে যুগে নারীরা নিয়েছিল বিভিন্ন পদক্ষেপ। তাতে শুধু নারীরাই নয়, পুরো দেশ হয়েছে আলোকিত।
১৪ ঘণ্টা আগে