আমিনুল ইসলাম নাবিল, ঢাকা
নেপালের পোখারায় গত রোববার বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির ৬৮ যাত্রী ও ৪ ক্রুর কেউই হয়তো আর বেঁচে নেই। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৭০টি মরদেহ। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উঠে আসছে একের পর এক হৃদয়স্পর্শী গল্প। কদিন আগেও যাঁরা ছিলেন প্রাণবন্ত, আজ তাঁরা সবাই অতীত!
একরাশ স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে উড়োজাহাজ চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অঞ্জু খাতিওয়াদা। ২০১০ সাল থেকে কো-পাইলট হিসেবে কাজ শুরু করেন তিনি। মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় জীবনাবসান হয়েছে তাঁর। স্বপ্নের সেই ককপিটেই শেষ হয়েছে সংগ্রামী এই নারীর জীবন।
অঞ্জুর এই পেশায় আসার পেছনেও ছিল এক বেদনাদায়ক দুর্ঘটনার গল্প। অঞ্জুর স্বামী দীপক পোখরেল এমনই এক উড়োজাহাজ দুর্ঘটনায় ১৬ বছর আগে প্রাণ হারিয়েছিলেন। ২০০৬ সালে একই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তিনি। তখন থেকেই স্বামীর মতো পাইলট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অঞ্জু। সফলতাও এসে ধরা দেয়। অনেক বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পাইলটিং কোর্স শেষ করে ২০১০ সালে নেপালে ফেরেন অঞ্জু। তখন থেকেই তাঁর আকাশে ডানা মেলে ওড়ার শুরু।
বিশ্ব মিডিয়ায়ও এই নারীর সংগ্রামী গল্প উঠে এসেছে। সবার কণ্ঠে এখন বিষাদের সুর। আর কয়েকটা দিন পেরোলেই ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স পেয়ে যেতেন অঞ্জু। ইয়েতি এয়ারলাইনসের ফ্লাইট ৬৯১ উড়োজাহাজটি সফলভাবে পোখারায় নামলেই মিলত এই প্রাপ্তি। কিন্তু ভাগ্যের কাছে হার মেনে তাঁকে চলে যেতে হলো এই পৃথিবীর মায়া ছেড়েই।
অঞ্জুর এক আত্মীয় আক্ষেপ করে নেপালি সংবাদমাধ্যম ‘লোকান্তর’কে বলেছেন, ‘এ এক বিরল কাকতালীয় ঘটনা, স্বামী ও স্ত্রী দুজনেই ছিলেন পাইলট। দুজনের মৃত্যুই হলো বিমান দুর্ঘটনায়।’
অঞ্জুর পরিবারের এক সদস্য সন্তোষ শর্মা বিবিসিকে জানিয়েছেন, তিনি এক দৃঢ়প্রতিজ্ঞ নারী ছিলেন। নিজের ও স্বামীর স্বপ্নপূরণে তিনি অবিরাম কাজ করে গেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কো-পাইলট অঞ্জুর ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল!
ইয়েতি এয়ারলাইনসের সুদর্শন বরতৌলা জানিয়েছেন, অঞ্জু এয়ারলাইনে একজন পূর্ণ অধিনায়ক ছিলেন। তিনি একক ফ্লাইটও পরিচালনা করেছিলেন। অঞ্জু একজন সাহসী নারী ছিলেন।
নেপালের পোখারায় গত রোববার বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির ৬৮ যাত্রী ও ৪ ক্রুর কেউই হয়তো আর বেঁচে নেই। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৭০টি মরদেহ। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উঠে আসছে একের পর এক হৃদয়স্পর্শী গল্প। কদিন আগেও যাঁরা ছিলেন প্রাণবন্ত, আজ তাঁরা সবাই অতীত!
একরাশ স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে উড়োজাহাজ চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অঞ্জু খাতিওয়াদা। ২০১০ সাল থেকে কো-পাইলট হিসেবে কাজ শুরু করেন তিনি। মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় জীবনাবসান হয়েছে তাঁর। স্বপ্নের সেই ককপিটেই শেষ হয়েছে সংগ্রামী এই নারীর জীবন।
অঞ্জুর এই পেশায় আসার পেছনেও ছিল এক বেদনাদায়ক দুর্ঘটনার গল্প। অঞ্জুর স্বামী দীপক পোখরেল এমনই এক উড়োজাহাজ দুর্ঘটনায় ১৬ বছর আগে প্রাণ হারিয়েছিলেন। ২০০৬ সালে একই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তিনি। তখন থেকেই স্বামীর মতো পাইলট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অঞ্জু। সফলতাও এসে ধরা দেয়। অনেক বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে পাইলটিং কোর্স শেষ করে ২০১০ সালে নেপালে ফেরেন অঞ্জু। তখন থেকেই তাঁর আকাশে ডানা মেলে ওড়ার শুরু।
বিশ্ব মিডিয়ায়ও এই নারীর সংগ্রামী গল্প উঠে এসেছে। সবার কণ্ঠে এখন বিষাদের সুর। আর কয়েকটা দিন পেরোলেই ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স পেয়ে যেতেন অঞ্জু। ইয়েতি এয়ারলাইনসের ফ্লাইট ৬৯১ উড়োজাহাজটি সফলভাবে পোখারায় নামলেই মিলত এই প্রাপ্তি। কিন্তু ভাগ্যের কাছে হার মেনে তাঁকে চলে যেতে হলো এই পৃথিবীর মায়া ছেড়েই।
অঞ্জুর এক আত্মীয় আক্ষেপ করে নেপালি সংবাদমাধ্যম ‘লোকান্তর’কে বলেছেন, ‘এ এক বিরল কাকতালীয় ঘটনা, স্বামী ও স্ত্রী দুজনেই ছিলেন পাইলট। দুজনের মৃত্যুই হলো বিমান দুর্ঘটনায়।’
অঞ্জুর পরিবারের এক সদস্য সন্তোষ শর্মা বিবিসিকে জানিয়েছেন, তিনি এক দৃঢ়প্রতিজ্ঞ নারী ছিলেন। নিজের ও স্বামীর স্বপ্নপূরণে তিনি অবিরাম কাজ করে গেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কো-পাইলট অঞ্জুর ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল!
ইয়েতি এয়ারলাইনসের সুদর্শন বরতৌলা জানিয়েছেন, অঞ্জু এয়ারলাইনে একজন পূর্ণ অধিনায়ক ছিলেন। তিনি একক ফ্লাইটও পরিচালনা করেছিলেন। অঞ্জু একজন সাহসী নারী ছিলেন।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৫ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৫ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৫ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৫ দিন আগে