উত্তরণ
ফিচার ডেস্ক
আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের প্রথম সারির নেত্রী এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভাপতি আয়শা খানম আমৃত্যু নারী অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে সুদূরপ্রসারী ভূমিকা গ্রহণ করেছেন। উত্তরসূরিদের মধ্যে যৌথ নেতৃত্বদানের সক্ষমতা গড়ে তুলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগেপ্রয়োজন পথ দেখায়। উম্মে কুলসুম পপিও প্রয়োজনের তাগিদে বেছে নিয়েছিলেন নিজের পথ। সে পথে সাফল্য ছিল, ব্যর্থতা ছিল, ছিল করোনার স্মৃতি। কিন্তু পপি পথ হারাননি। এখন ফেসবুকে তাঁর নামে যে পেজ রয়েছে, তাতে অনুসারীর সংখ্যা প্রায় ২২ লাখ। পড়াশোনা শেষ করেই তিনি পরিচিতি পেয়েছেন অনলাইন উদ্যোক্তা হিসেবে।
২ দিন আগেকষ্টের জীবন তিন বোন, এক ভাইয়ের মধ্যে খাদিজা বড়। বাবা মারা গেলে পরিবারের দেখভাল করার ভার তাঁর কাঁধেই পড়ে। বিভিন্ন কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। অনেক কষ্টে এসএসসি পাস করে ২০০৭ সালে একটি এনজিওতে চাকরি নেন তিনি। এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। বর্তমানে কাপাসিয়া
২ দিন আগেবছর চারের মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্তত দেশটির ডি-ফ্যাক্টো নেতা আবু মোহাম্মদ আল-জোলানি ওরফে আহমেদ আল-শারা সে রকমই জানিয়েছেন গণমাধ্যমকে। তার আগে, সিরিয়ার জন্য নতুন একটি সংবিধান রচনা করা হবে।
২ দিন আগে