উত্তরণ
ফিচার ডেস্ক
আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সেদিন যে সৌরভ ছড়িয়ে পড়েছিল, তার মৌতাত অনেক দিন থাকবে দেশের ফুটবল অঙ্গনে। নেপালকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপায় তৈরি হয়েছিল ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের রাজপথ অতিক্রমের অনিন্দ্যসুন্দর দৃশ্য।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রীরা হবেন আবেদনময়ী। পর্দা কিংবা পোস্টারে তুলবেন ঝড়। এর বাইরে তাঁরা শোকেসে সাজানো পুতুল। অন্যদিকে প্রযুক্তির জগতে অবদানের কথা উঠলে সবাই একবাক্যে বলবে, সে চশমা আঁটা গম্ভীর নারী বা পুরুষদের কাজ। বেশির ভাগ মানুষের ধারণাটা এমন যে লাইট আর ক্যামেরার বাইরে অভিনেত্রীদের মেধা শূন্যের কোঠায়।
১৩ ঘণ্টা আগেপ্রস্তাবিত গৃহকর্মী সুরক্ষা আইন পাস করার দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে হাসপাতাল ও সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে ভুক্তভোগীর চিকিৎসাসেবা, কাউন্সেলিংসহ পুনর্বাসন নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
১৪ ঘণ্টা আগেনড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠের দক্ষিণ দিকে রাস্তার পাশে চারতলা ভবন। নাম ‘অন্তি কটেজ’। এ ভবনের ৩ হাজার বর্গফুট ছাদজুড়ে তনিমা আফরিনের বাগান। তিনতলায় স্বামী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছেন জাতীয় কৃষি পুরস্কার পাওয়া তনিমা।
৭ দিন আগে