উত্তরণ

আপসে সম্পত্তি ভাগ না হলে বণ্টননামার মামলা করা যায়

ফিচার ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৭: ৫৩
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৫: ০১
Thumbnail image
ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?

কুসুম খন্দকার, কুষ্টিয়া

উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি

ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।

এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।

যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।

আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।

পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত