উত্তরণ
ফিচার ডেস্ক
আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমার দাদা-দাদি মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। চাচা-জ্যাঠারা বেশি বেশি জায়গাজমি ভোগ করছেন। আমার বাবার উপযুক্ত ছেলে নেই। আমাদের ভাগ তাঁদের তুলনায় অর্ধেক। দুই দিন পরপর চাচা-জ্যাঠারা তাঁদের ছেলেদের নিয়ে বাবার দিকে তেড়ে আসেন। আমরা চার বোন। আমাদের বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে দেওয়া হয়। তাঁরা জমি ভাগও করতে চান না। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমরা কী করতে পারি?
কুসুম খন্দকার, কুষ্টিয়া
উত্তর: আপনার দাদা-দাদির মোট সম্পত্তি যদি
ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে আপসে সেগুলো ভাগ করে নিতে পারেন। আপনার বাবার ভাইদের পুত্রসন্তান আছে বলে তাঁরা কোনোভাবেই বেশি সম্পত্তি পাবেন না। আপনার দাদার সম্পত্তি প্রথমে তাঁর সন্তান অর্থাৎ আপনার বাবা ও চাচাদের মধ্যে সমান ভাগ হবে। আপনার বাবার কোনো বোন না থাকলে সেই সম্পত্তি আপনার বাবাসহ সব ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে।
এরপর আপনার বাবা আপনাদের চার বোনের মধ্যে তাঁর সম্পত্তি হেবা করে দিলে সেই সম্পত্তি আপনারা চার বোন পাবেন।
যদি আপনার চাচারা আপসে সম্পত্তি ভাগ না করেন, তাহলে আদালতে পার্টিশন স্যুট কিংবা বণ্টননামার মামলা করতে পারেন। আপনার বাবার সম্পত্তি তখন আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে।
আপনার চাচারা আপনার বাবাকে হেনস্তা করতে আসেন, এটি আইনত অপরাধ। এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি বা ফৌজদারি মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চীন, রাশিয়া কিংবা ইউরোপের গণপরিবহনে পাঠকদের প্রায়ই মগ্ন দেখা যায়। জার্মানিতে রাস্তাঘাট ও পার্কে আছে ছোট ছোট লাইব্রেরি। সেখান থেকে যে কেউ বই নিয়ে পড়তে পারেন। জার্মানির এমন দৃশ্যের মনোজ্ঞ বর্ণনা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন বাংলাদেশি যুবক মানো বিশ্বাস।
৬ দিন আগেআমার এক কাজিনের মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়েন। একদিন কলেজ শেষে বাড়ি ফেরার সময় এক লোক তাঁকে ভয় দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। তারপর তাঁর কাছে টাকা দাবি করেন। ওই মেয়ে টাকা দেওয়ার কথা বলে বাড়ি এসে মানসিকভাবে ভেঙে পড়েন। এখন কলেজে যেতে ভয় পাচ্ছেন...
৬ দিন আগেগ্রামের পূর্ব-দক্ষিণ প্রান্তে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে সাজেদার মৎস্য চাষ প্রকল্প। ২০২২ সালে ২০ শতাংশের পুকুর দিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে বর্গা নিয়ে আরও ৮০ শতাংশ জমির প্রকল্পে যুক্ত করেছেন। সাজেদার সঙ্গে স্বামী, শ্বশুর, শাশুড়ি—সবার শ্রমে তৈরি হয় এক একর আয়তনের প্রকল্প পুকুর। সেই পুকুরে মাছ...
৬ দিন আগেপৃথিবীতে নারীদের এখনো পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে ধরা হয়। তবে নিজের দেশ ও জাতীয় সত্তা এগিয়ে নিয়ে যেতে যুগে যুগে নারীরা নিয়েছিল বিভিন্ন পদক্ষেপ। তাতে শুধু নারীরাই নয়, পুরো দেশ হয়েছে আলোকিত।
৬ দিন আগে