ক্যানসার চিকিৎসায় নতুন সাফল্যের দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের একদল গবেষক। গবেষণা সাময়িকী সেল-এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এলএফএ-১ প্রোটিন ও ম্যাগনেশিয়াম একসঙ্গে যুক্ত হয়ে ক্যানসারযুক্ত বা ক্যানসার সংক্রমিত কোষ (টি-সেল) নির্মূল করতে পারে। নিউজিল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. ক্রিস্টোফ হেস যুক্তরাজ্যের স্বাস্থ্য সাময়িকী মেডিকেল নিউজ টুডেকে বলেন, তাঁরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এই সাফল্য পেয়েছেন। ম্যাগনেশিয়াম একটি গুরুত্বপূর্ণ রোগপ্রতিরোধী অস্ত্র। এটি ঘাতক কোষ টি-সেলের বিরুদ্ধে কাজ করে বলে দাবি করেছেন ডা. ক্রিস্টোফ হেস।
গবেষকেরা ইঁদুরের ওপর দুটি ক্লিনিক্যাল ট্রায়াল দিয়েছিলেন। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের সঙ্গে পূর্ববর্তী তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ম্যাগনেশিয়ামের ঘনত্ব কমে গেলে ক্যানসরকোষের দ্রুত বৃদ্ধি ঘটে। শুধু তাই নয়, ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে এমন ইঁদুরের শরীরে ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। সুতরাং ক্যানসরকোষ প্রতিরোধে ম্যাগনেশিয়াম অনন্য ভূমিকা রাখতে পারে।
ডা. হেস এখন টিউমার মাইক্রোএনভায়রনমেন্ট বৃদ্ধি রোধে ম্যাগনেশিয়াম কাজ করে কি না, তা নিয়ে গবেষণা করছেন। তিনি টিউমারে ইনজেকশনের মাধ্যমে ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ লিপিড অণু প্রবেশ করিয়ে এ গবেষণা করছেন। এ ছাড়া ম্যাগনেশিয়াম সম্পূরক ইমিউনো-থেরাপির ব্যবহার করে ফলাফলকে উন্নত করা যায় কি না, তা নিয়েও গবেষণা করছেন ডা. হেসের গবেষণা দল।
বাদামে সবচেয়ে বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায়। এ ছাড়া কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, সামুদ্রিক মাছ যেমন—টুনা, সার্ডিন, ম্যাকেরেল ইত্যাদিতেও পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। চিকিৎসকেরা মনে করছেন, সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত ম্যাগনেশিয়ামযুক্ত খাবার খাওয়া উচিত।
ক্যানসার চিকিৎসায় নতুন সাফল্যের দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের একদল গবেষক। গবেষণা সাময়িকী সেল-এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এলএফএ-১ প্রোটিন ও ম্যাগনেশিয়াম একসঙ্গে যুক্ত হয়ে ক্যানসারযুক্ত বা ক্যানসার সংক্রমিত কোষ (টি-সেল) নির্মূল করতে পারে। নিউজিল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. ক্রিস্টোফ হেস যুক্তরাজ্যের স্বাস্থ্য সাময়িকী মেডিকেল নিউজ টুডেকে বলেন, তাঁরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এই সাফল্য পেয়েছেন। ম্যাগনেশিয়াম একটি গুরুত্বপূর্ণ রোগপ্রতিরোধী অস্ত্র। এটি ঘাতক কোষ টি-সেলের বিরুদ্ধে কাজ করে বলে দাবি করেছেন ডা. ক্রিস্টোফ হেস।
গবেষকেরা ইঁদুরের ওপর দুটি ক্লিনিক্যাল ট্রায়াল দিয়েছিলেন। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের সঙ্গে পূর্ববর্তী তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ম্যাগনেশিয়ামের ঘনত্ব কমে গেলে ক্যানসরকোষের দ্রুত বৃদ্ধি ঘটে। শুধু তাই নয়, ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে এমন ইঁদুরের শরীরে ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। সুতরাং ক্যানসরকোষ প্রতিরোধে ম্যাগনেশিয়াম অনন্য ভূমিকা রাখতে পারে।
ডা. হেস এখন টিউমার মাইক্রোএনভায়রনমেন্ট বৃদ্ধি রোধে ম্যাগনেশিয়াম কাজ করে কি না, তা নিয়ে গবেষণা করছেন। তিনি টিউমারে ইনজেকশনের মাধ্যমে ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ লিপিড অণু প্রবেশ করিয়ে এ গবেষণা করছেন। এ ছাড়া ম্যাগনেশিয়াম সম্পূরক ইমিউনো-থেরাপির ব্যবহার করে ফলাফলকে উন্নত করা যায় কি না, তা নিয়েও গবেষণা করছেন ডা. হেসের গবেষণা দল।
বাদামে সবচেয়ে বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায়। এ ছাড়া কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, সামুদ্রিক মাছ যেমন—টুনা, সার্ডিন, ম্যাকেরেল ইত্যাদিতেও পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। চিকিৎসকেরা মনে করছেন, সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত ম্যাগনেশিয়ামযুক্ত খাবার খাওয়া উচিত।
আপনার কি চোখের পাতায় কাঁপুনির সমস্যা আছে? বা সোজা বাংলায় চোখ পিটপিট করে বা চোখের পাতা বারবার জড়িয়ে আসে? বেশির ভাগ ক্ষেত্রে এটি কোনো রোগের লক্ষণ নয়। সাধারণত উদ্বেগ, দুশ্চিন্তা, ক্লান্তি, ঘুমের ঘাটতি বা মানসিক চাপে এমন হতে পারে।
৫ ঘণ্টা আগেগবেষকেরা বলছেন, ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধের প্রভাবে মস্তিষ্কে পরিবর্তন আসে, যার কারণে বিষণ্নতার ঝুঁকি তৈরি হয়। এই ওষুধগুলো হরমোনে প্রভাব ফেলে, রক্তে চিনি নিয়ন্ত্রণ এবং ক্ষুধা দমন করে। তবে, গবেষণায় দেখা গেছে, এই ওষুধগুলো মস্তিষ্কের সেই অংশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে...
৮ ঘণ্টা আগেপুরুষদের জন্য নতুন একটি জন্মনিরোধক আনার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরেই। অবশেষে হয়তো বিজ্ঞানীরা সফল হতে যাচ্ছেন। সাম্প্রতিক এক ‘ক্লিনিক্যাল ট্রায়ালে’ দেখা গেছে, পুরুষের শুক্রাণু নালিতে স্থাপনযোগ্য এই জন্মনিরোধক দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই জন্মনিরোধক স্থাপনে শরীরের হরমোনে কোনো পরিবর্তন আসে
১ দিন আগেআধুনিক সমাজে আমাদের একধরনের ব্যস্ততা আছে, তাড়া আছে। কোনো কিছুতেই যেন সময় হয়ে উঠছে না আমাদের। প্রতিদিন রান্না করার বিষয়টিও সেই সময়সংকটের মধ্যে পড়েছে। ফলে এখন এক দিনেই বেশি রান্নার পর একাধিক দিন গরম করে খাওয়ার অভ্যাস গড়ে উঠেছে। অথচ রান্না করা খাবার পুনরায় গরম করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে...
২ দিন আগে