নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয় বাড়লেও ২০২৩ সালে ব্যয় কমেছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। মঙ্গলবার দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন।
রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।’
এদিকে, নির্বাচন কমিশনের তথ্যানুসারে—২০২২ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা এবং ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা।
প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে।
আয় বাড়লেও ২০২৩ সালে ব্যয় কমেছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। মঙ্গলবার দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন।
রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।’
এদিকে, নির্বাচন কমিশনের তথ্যানুসারে—২০২২ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা এবং ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা।
প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে।
বিদ্যমান শাসনব্যবস্থার সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে, জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে
১ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত উদ্বোধনী ছাত্রসমাবেশ শুরু হয়। যা গতকাল শনিবার রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শেষ হয়েছে।
২ ঘণ্টা আগেজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর অপসারণ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) রিয়াদ চৌধুরীরও অপসারণ দাবি করেছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগেমুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার—প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ১৯৭১ সালের মধ্য দিয়ে প্রথম সংবিধানে আমরা যে একটা ঐক্যের ভিত্তি তৈরি করলাম, তাকেই একভাবে অস্বীকার করা হয়েছে। সেটা এমনকি সংবিধানে স্থান পায়নি।
৭ ঘণ্টা আগে