আজকের পত্রিকা ডেস্ক
নজরুলের মতো প্রাণোচ্ছল মানুষ খুঁজে পাওয়া কঠিন। হইহই করতে করতে কোথায় কখন গিয়ে বসে পড়ছেন আড্ডায়, তা কেউ আগে থেকে বলতে পারে না। লিখতে বসলেই তিনি অন্য মানুষ। বিস্তর চা আর পান তাকে দিয়ে লিখিয়ে নিতে পারত অনবদ্য সব লেখা। নজরুলের ধারাবাহিক উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ তখন ধারাবাহিকভাবে বের হচ্ছে সওগাতে। উপন্যাসের পরবর্তী অংশ আর একটা গান না লিখেই দিব্যি ফুরফুরে মেজাজে এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছেন নজরুল।
তাই সওগাত অফিসে ধরে আনা হলো নজরুলকে। চা, পান আর জর্দা দিয়ে তুষ্ট করা হলো। তারপর তাঁকে বুঝিয়ে বলা হলো, উপন্যাসের পরবর্তী অংশ আর গানটা না পেলে সওগাত ছাপা যাচ্ছে না।নজরুল বললেন, ‘আজ জরুরি কাজ আছে। কাল এসে লিখে দেব।’কিন্তু তাঁকে ছেড়ে দিলে আবার বাগে পাওয়া যাবে, এ ভরসা কম। তাই একটা আলাদা কামরায় নিয়ে যাওয়া হলো কবিকে। পান-জর্দা দেওয়া হলো। তারপর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। এরপরও বাইরে যাওয়ার নানা রকম ফন্দিফিকির করেছিলেন নজরুল; কিন্তু নাসিরউদ্দীন তাতে টলেননি। অবশেষে লেখা শেষ করে বের হলেন কবি। ততক্ষণে সওগাত অফিসে অন্যরাও চলে এসেছেন। সেখানেই নজরুল জমিয়ে ফেললেন আড্ডা। সদ্য যা লিখলেন, তা পড়ে শোনাতে লাগলেন মুগ্ধ শ্রোতাদের।
একটা দারুণ ব্যাপার হলো, নজরুলের প্রথম লেখা ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ ছাপা হয়েছিল সওগাত পত্রিকায়। সেটি ছিল বাংলা ১৩২৬ সনের জ্যৈষ্ঠ সংখ্যা। এরপর বহু লেখা লিখেছেন নজরুল। নজরুলের শেষ লেখা ‘কবির মুক্তি’ও ছাপা হয় ১৩৪৮ সনের চৈত্র মাসের সওগাতে। এর পরের মাসেই অসুস্থ হয়ে পড়েন কবি এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিন মাসের মাথায়। সওগাতেই নজরুলের প্রথম ও শেষ লেখা ছাপা হয়।
সূত্র: মোহাম্মদ নাসিরউদ্দীন, নজরুল: এক অম্লান স্মৃতি
নজরুলের মতো প্রাণোচ্ছল মানুষ খুঁজে পাওয়া কঠিন। হইহই করতে করতে কোথায় কখন গিয়ে বসে পড়ছেন আড্ডায়, তা কেউ আগে থেকে বলতে পারে না। লিখতে বসলেই তিনি অন্য মানুষ। বিস্তর চা আর পান তাকে দিয়ে লিখিয়ে নিতে পারত অনবদ্য সব লেখা। নজরুলের ধারাবাহিক উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ তখন ধারাবাহিকভাবে বের হচ্ছে সওগাতে। উপন্যাসের পরবর্তী অংশ আর একটা গান না লিখেই দিব্যি ফুরফুরে মেজাজে এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছেন নজরুল।
তাই সওগাত অফিসে ধরে আনা হলো নজরুলকে। চা, পান আর জর্দা দিয়ে তুষ্ট করা হলো। তারপর তাঁকে বুঝিয়ে বলা হলো, উপন্যাসের পরবর্তী অংশ আর গানটা না পেলে সওগাত ছাপা যাচ্ছে না।নজরুল বললেন, ‘আজ জরুরি কাজ আছে। কাল এসে লিখে দেব।’কিন্তু তাঁকে ছেড়ে দিলে আবার বাগে পাওয়া যাবে, এ ভরসা কম। তাই একটা আলাদা কামরায় নিয়ে যাওয়া হলো কবিকে। পান-জর্দা দেওয়া হলো। তারপর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। এরপরও বাইরে যাওয়ার নানা রকম ফন্দিফিকির করেছিলেন নজরুল; কিন্তু নাসিরউদ্দীন তাতে টলেননি। অবশেষে লেখা শেষ করে বের হলেন কবি। ততক্ষণে সওগাত অফিসে অন্যরাও চলে এসেছেন। সেখানেই নজরুল জমিয়ে ফেললেন আড্ডা। সদ্য যা লিখলেন, তা পড়ে শোনাতে লাগলেন মুগ্ধ শ্রোতাদের।
একটা দারুণ ব্যাপার হলো, নজরুলের প্রথম লেখা ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ ছাপা হয়েছিল সওগাত পত্রিকায়। সেটি ছিল বাংলা ১৩২৬ সনের জ্যৈষ্ঠ সংখ্যা। এরপর বহু লেখা লিখেছেন নজরুল। নজরুলের শেষ লেখা ‘কবির মুক্তি’ও ছাপা হয় ১৩৪৮ সনের চৈত্র মাসের সওগাতে। এর পরের মাসেই অসুস্থ হয়ে পড়েন কবি এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিন মাসের মাথায়। সওগাতেই নজরুলের প্রথম ও শেষ লেখা ছাপা হয়।
সূত্র: মোহাম্মদ নাসিরউদ্দীন, নজরুল: এক অম্লান স্মৃতি
১৯৮৮ সালের ৮ আগস্ট, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছান ৪২ বছর বয়সী নাসেরি। তাঁর গন্তব্য ছিল লন্ডন। সে জন্য ফ্রান্সে ট্রানজিট নিতে চেয়েছিলেন। কিন্তু বাঁধে বিপত্তি। তাঁর কাছে বৈধ পাসপোর্ট ছিল না। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে কোনো ফ্লাইটে উঠতে দেয়নি। ফলস্বরূপ তিনি আটকা পড়ে যান সেখানেই।
৫ ঘণ্টা আগেকানাডার অন্টারিও প্রদেশের কিংস্টোন শহরে বৈরী আবহাওয়ার মাঝেই ঈদ উল্ ফিতর উদ্যাপন করেছেন কুইনস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও কমিউনিটির সদস্যরা। প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে তারা ইন-ডোর অনুষ্ঠানের আয়োজন করেন...
১ দিন আগে১৭০০ সালের ফ্রান্সে মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রকাশ্যে। মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ত মানুষ। তবে এখানেও ছিল শ্রেণিবৈষম্য! গরিব অপরাধীদের জন্য সাধারণ শাস্তি ছিল কোয়ার্টারিং। কোয়ার্টারিং এমন একটি পদ্ধতি, যেখানে অপরাধীর চার হাত-পা চারটি গরুর সঙ্গে বাঁধা হতো।
৬ দিন আগেখুবই অস্থিতিশীল অবস্থায় আছি আমরা। এই অবস্থাকে বাইরে থেকে মনে হবে আইন-শৃঙ্খলার [পরিস্থিতির] অবনতি। তা তো বটেই। রাষ্ট্রের যে তিনটি অঙ্গ—নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, তারা কেউই নিজ নিজ দায়িত্ব পালন করছে না। তবে তার মধ্যে সমাজের আদর্শিক বাস্তবতাও প্রতিফলিত হচ্ছে।
৭ দিন আগে