সম্পাদকীয়
গত শতাব্দীর বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তাঁর ডাকনাম গ্যাবো। সাহিত্যচর্চা করেছেন স্প্যানিশ ভাষায়। তিনি সাহিত্যে জাদুবাস্তবতা ধারার প্রবর্তক। শৈশবে নানা-নানির কাছে থেকেছেন। তাঁর নানি ছিলেন একজন অসাধারণ গল্প বলিয়ে। তাঁর নানি অদ্ভুত সব বিষয়কে এমনভাবে বর্ণনা করতেন যেন মনে হতো তিনি তা চাক্ষুষ দেখেছেন। মার্কেস তাঁর সাহিত্যের বিষয়বস্তুর প্রথম পাঠ নেন নানির কাছে। নানির এই গল্প বলার ধরন তাঁর বিখ্যাত বই ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড’কে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল বলে তিনি মনে করেন। এই উপন্যাসের জন্যই তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
গ্যাবো ১৯৪৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব কলাম্বিয়ায় আইনে ভর্তি হন। সেখানেই প্রথম পরিচয় হয় কাফকার সাহিত্যের সঙ্গে। কাফকার লেখার ধরন তাঁকে আন্দোলিত করে, যেন শৈশবের নানির কাছ থেকে শোনা গল্পগুলো ফিরে আসে তাঁর কাছে। এরপর থেকেই ‘সিরিয়াস’ সাহিত্য রচনায় তাঁর মন বসে।
তিনি আর আইন নিয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। পরে ভর্তি হন ইউনিভার্সিটি অব কার্টেগানার সাংবাদিকতা বিভাগে এবং ‘এল ইউনিভার্সাল’ পত্রিকায় রিপোর্টার হিসেবে যোগ দেন। ধীরে ধীরে সাংবাদিকতায় এতটাই ঝুঁকে পড়েন যে পাস করার আগেই চলে যান বারাঙ্কুইলিয়া শহরে, ‘এল হেরাল্ডো’ পত্রিকার সাংবাদিক হয়ে।
বিশ্বখ্যাত ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড’ লেখার আগে আরও চারটি বই প্রকাশ করেছিলেন গ্যাবো। বইগুলোর অভিজ্ঞতা তাঁর জন্য তেমন সুখকর ছিল না। ‘ক্রনিকল অব এ ডেথ ফরটোল্ড’, ‘দ্য অটাম অব দ্য প্যাট্রিয়ার্ক’, ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’ ইত্যাদি বই তাঁর অন্যতম কাজ।
কিউবার তৎকালীন রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। কলম্বিয়ার বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল তাঁর। এই ‘অভিযোগে’ বহু বছর ধরে তাঁকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ১৯২৭ সালের ৬ মার্চ উত্তর কলম্বিয়ার এরাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন।
গত শতাব্দীর বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তাঁর ডাকনাম গ্যাবো। সাহিত্যচর্চা করেছেন স্প্যানিশ ভাষায়। তিনি সাহিত্যে জাদুবাস্তবতা ধারার প্রবর্তক। শৈশবে নানা-নানির কাছে থেকেছেন। তাঁর নানি ছিলেন একজন অসাধারণ গল্প বলিয়ে। তাঁর নানি অদ্ভুত সব বিষয়কে এমনভাবে বর্ণনা করতেন যেন মনে হতো তিনি তা চাক্ষুষ দেখেছেন। মার্কেস তাঁর সাহিত্যের বিষয়বস্তুর প্রথম পাঠ নেন নানির কাছে। নানির এই গল্প বলার ধরন তাঁর বিখ্যাত বই ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড’কে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল বলে তিনি মনে করেন। এই উপন্যাসের জন্যই তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
গ্যাবো ১৯৪৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব কলাম্বিয়ায় আইনে ভর্তি হন। সেখানেই প্রথম পরিচয় হয় কাফকার সাহিত্যের সঙ্গে। কাফকার লেখার ধরন তাঁকে আন্দোলিত করে, যেন শৈশবের নানির কাছ থেকে শোনা গল্পগুলো ফিরে আসে তাঁর কাছে। এরপর থেকেই ‘সিরিয়াস’ সাহিত্য রচনায় তাঁর মন বসে।
তিনি আর আইন নিয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। পরে ভর্তি হন ইউনিভার্সিটি অব কার্টেগানার সাংবাদিকতা বিভাগে এবং ‘এল ইউনিভার্সাল’ পত্রিকায় রিপোর্টার হিসেবে যোগ দেন। ধীরে ধীরে সাংবাদিকতায় এতটাই ঝুঁকে পড়েন যে পাস করার আগেই চলে যান বারাঙ্কুইলিয়া শহরে, ‘এল হেরাল্ডো’ পত্রিকার সাংবাদিক হয়ে।
বিশ্বখ্যাত ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড’ লেখার আগে আরও চারটি বই প্রকাশ করেছিলেন গ্যাবো। বইগুলোর অভিজ্ঞতা তাঁর জন্য তেমন সুখকর ছিল না। ‘ক্রনিকল অব এ ডেথ ফরটোল্ড’, ‘দ্য অটাম অব দ্য প্যাট্রিয়ার্ক’, ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’ ইত্যাদি বই তাঁর অন্যতম কাজ।
কিউবার তৎকালীন রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। কলম্বিয়ার বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল তাঁর। এই ‘অভিযোগে’ বহু বছর ধরে তাঁকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ১৯২৭ সালের ৬ মার্চ উত্তর কলম্বিয়ার এরাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের ১ মার্চ দুপুরে অনির্দিষ্টকালের জন্য ৩ মার্চ আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এই প্রতিহিংসামূলক সিদ্ধান্তে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই ক্ষুব্ধ হননি, রাস্তায় নামে বিক্ষুব্ধ সাধারণ জনতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
৬ দিন আগে...ভাইস চ্যান্সেলর সৈয়দ মোয়াজ্জম হোসেনের কথা বলতে যেয়েই অধ্যাপক রাজ্জাক বললেন: ১৯৫২-তে ভাষা আন্দোলনের সময়ে, আর কিছুর জন্য নয়, সাহসের অভাবে, হি (সৈয়দ মোয়াজ্জম হোসেন) অকেজন্ড মাচ ট্রাবল। আমার মনে আছে যেদিন গুলিটা হলো, ইউনিভার্সিটির ঐ পুরানা দালানে (বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং-এর দক্ষিণ দিক)..
৭ দিন আগেযদি কেউ ভালোবাসা দিবসে তাঁর সঙ্গীর জন্য একটি কার্ড কিনে থাকেন, তাহলে সহজেই বলে দেওয়া যায়—কার্ড কেনা মানুষটি একজন পুরুষ। কারণ সাধারণত পুরুষেরাই নারীদের তুলনায় বেশি রোমান্টিক। এটি একটি সর্বজনবিদিত সত্য, তবে স্বীকৃতি খুবই কম।
২০ দিন আগেএক বছরেও শুকায়নি হৃদয়ের ক্ষত। রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশের আয়োজন করা হয়। তাঁদের উদ্দেশ্য শুধু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা নয়, বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনও প্রধান লক্ষ্য।
২২ দিন আগে