সম্পাদকীয়
আবদুল গাফ্ফার চৌধুরীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাঙালির হৃদয়তন্ত্রীতে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ অমর পঙ্ক্তিমালা, যার রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। সাংবাদিক ও লেখক হিসেবে খ্যাতিমান এই মানুষটি গোটা জীবন কাটিয়েছেন লেখালেখি করেই। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি। আমৃত্যু কলম ছাড়েননি।
আবদুল গাফ্ফার চৌধুরীর গদ্যরীতি পাঠককে আকর্ষণ করত। রাজনৈতিক কলাম তাঁর কারণেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। তাঁর মতো রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক পাওয়া কঠিন। জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জে। স্থানীয় মাদ্রাসায় এবং হাইস্কুলে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
বাবার মৃত্যুর পর জীবিকার প্রয়োজনে বরিশালে গিয়ে ‘কংগ্রেস হিতৈষী’ পত্রিকায় কাজ শুরু করেন। বরিশাল শহরে তিনি কিছুদিন মার্ক্সবাদী দল আরএসপির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৪৯ সালে ‘সওগাত’ পত্রিকায় তাঁর প্রথম গল্প ছাপা হয়। এরপর ঢাকায় তিনি কর্মজীবন শুরু করেন ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় যোগ দিয়ে। এরপর একে একে কাজ করেছেন দৈনিক সংবাদ, মিল্লাত, ইত্তেফাক, আজাদ, পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায়। ১৯৫৩ সালে মাসিক ‘সওগাত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন তিনি। তিনি মাসিক ‘নকীব’-এর সম্পাদক এবং ‘দিলরুবা’ পত্রিকারও ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৯৫৬ সালে তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হন। তিনি সাহিত্য পত্রিকা ‘মেঘনা’ এবং রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’-এর সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নিবন্ধিত প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
‘দৈনিক জনপদ’-এর সম্পাদক থাকাকালীন ১৯৭৪ সালের অক্টোবরে স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে যান। এর পর থেকেই তাঁর প্রবাসজীবনের শুরু।
‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশী’ এবং নাটক ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’সহ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩০টির মতো।
আবদুল গাফ্ফার চৌধুরী ২০২২ সালের ১৯ মে লন্ডনে মৃত্যুবরণ করেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাঙালির হৃদয়তন্ত্রীতে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ অমর পঙ্ক্তিমালা, যার রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। সাংবাদিক ও লেখক হিসেবে খ্যাতিমান এই মানুষটি গোটা জীবন কাটিয়েছেন লেখালেখি করেই। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি। আমৃত্যু কলম ছাড়েননি।
আবদুল গাফ্ফার চৌধুরীর গদ্যরীতি পাঠককে আকর্ষণ করত। রাজনৈতিক কলাম তাঁর কারণেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। তাঁর মতো রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক পাওয়া কঠিন। জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জে। স্থানীয় মাদ্রাসায় এবং হাইস্কুলে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
বাবার মৃত্যুর পর জীবিকার প্রয়োজনে বরিশালে গিয়ে ‘কংগ্রেস হিতৈষী’ পত্রিকায় কাজ শুরু করেন। বরিশাল শহরে তিনি কিছুদিন মার্ক্সবাদী দল আরএসপির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৪৯ সালে ‘সওগাত’ পত্রিকায় তাঁর প্রথম গল্প ছাপা হয়। এরপর ঢাকায় তিনি কর্মজীবন শুরু করেন ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় যোগ দিয়ে। এরপর একে একে কাজ করেছেন দৈনিক সংবাদ, মিল্লাত, ইত্তেফাক, আজাদ, পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায়। ১৯৫৩ সালে মাসিক ‘সওগাত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন তিনি। তিনি মাসিক ‘নকীব’-এর সম্পাদক এবং ‘দিলরুবা’ পত্রিকারও ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৯৫৬ সালে তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হন। তিনি সাহিত্য পত্রিকা ‘মেঘনা’ এবং রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’-এর সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নিবন্ধিত প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
‘দৈনিক জনপদ’-এর সম্পাদক থাকাকালীন ১৯৭৪ সালের অক্টোবরে স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে যান। এর পর থেকেই তাঁর প্রবাসজীবনের শুরু।
‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশী’ এবং নাটক ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’সহ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩০টির মতো।
আবদুল গাফ্ফার চৌধুরী ২০২২ সালের ১৯ মে লন্ডনে মৃত্যুবরণ করেন।
জটিলেশ্বর মুখোপাধ্যায় একই সঙ্গে গান লিখতেন, সুর করতেন এবং গাইতেন। তবে যতটা গান লিখেছেন বা সুর করেছেন, সে তুলনায় গেয়েছেন অনেক কম। আবার যেটুকু গেয়েছেন, তার বেশির ভাগই কালজয়ী হয়েছে। আজীবন পেশা ছিল গানের শিক্ষকতা করা। বাংলা ভাষার ঐশ্বর্য, শব্দের কারুকাজ কীভাবে বাংলা গানকে সমৃদ্ধ করে তুলতে পারে, তা তিনি
১ দিন আগেবিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তিনি মুক্তিযুদ্ধের পর সুনামগঞ্জের শাল্লায় ধ্বংসস্তূপের মধ্যে বসবাসরত লোকজনকে দেখতে গিয়ে সিদ্ধান্ত নেন সেখানে কাজ করার। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে স্বাধীন বাংলাদেশের দরিদ্র, অসহায় মানুষকে সহায়তার জন্য প্রতিষ্ঠ
২ দিন আগেআবদুল কাদির আমাদের কাছে ছন্দবিশারদ হিসেবে বেশি পরিচিত হলেও তাঁর বড় পরিচয়, তিনি একজন খ্যাতিমান সাহিত্য ‘সম্পাদক’ ছিলেন। কবিতা ও প্রবন্ধ লেখার পাশাপাশি জীবনব্যাপী তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকার নানা পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মুসলিম সাহিত্য সমাজ তথা ‘শিখা গোষ্ঠী’র একজন দক্ষ সংগঠক ছিলেন। ১৯২৬
৩ দিন আগেসুরেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। তিনি ভারতের দর্শনের ইতিহাসকে বিস্তৃত আকারে মলাটবন্দী করেছেন। পাশাপাশি তিনি একটি নিজস্ব দার্শনিক মতবাদ গড়ে তুলেছিলেন। তাঁর দার্শনিক মতবাদটি ‘থিওরি অব ডিপেনডেন্ট ইমার্জেন্স’ নামে পরিচিত ছিল।
৪ দিন আগে