সম্পাদকীয়
শামসুর রাহমান ছেলেবেলায় সংগীত বা চিত্রকলা সম্পর্কে বাড়ির কারও কোনো আগ্রহ দেখেননি। তবে ঢাকাই সংস্কৃতির কিছুটা ছোঁয়া পেয়েছিলেন তিনি কাওয়ালি আর মেরাসীনের মাধ্যমে। মেরাসীন ছিল একধরনের মেয়েলি গীত। দুই দল কাওয়ালের মধ্যে প্রতিযোগিতার কথা শামসুর রাহমান কখনোই ভোলেননি।
স্কুলের বই, কোরআন শরিফ আর বিষাদসিন্ধু ছাড়া অন্য কোনো বই শিশু বাচ্চুর (শামসুর রাহমানের ডাক নাম) চোখে পড়েনি কখনো। তবে আম্মার কাঠবাক্সে একদিন তিনি দেখেছিলেন নীল রঙের ‘আনোয়ারা’ উপন্যাসটি। বড় হয়ে অনেক খুঁজেছেন, কিন্তু সেটা আর পাননি।
বাবা পড়তেন কোরআন শরিফ, বাংলা পঞ্জিকা আর খবরের কাগজ। শিশুদের জন্য কোনো বই পড়ার সৌভাগ্য হয়নি। তবে একটি মনকাড়া বই তিনি পড়েছিলেন শৈশবে, যোগীন্দ্রনাথ সরকারের ‘হাসিখুশি’। সেই বইয়ের লেখা আর ছবিতে পাগল ছিলেন বাচ্চু। তেড়ে আসা অজগরের ছবি কিংবা হারাধনের দশটি ছেলেকে নিয়ে লেখা পদ্য মন কেড়ে নিয়েছিল। পদ্যের ছলে অঙ্ক শিখিয়ে দেওয়ার এ ব্যাপারটি খুব ভালো লেগেছিল।
সিগনেট প্রেস থেকে যে অনবদ্য বইগুলো বের হতো, সেগুলো চোখেও দেখেননি শামসুর রাহমান। উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘টুনটুনির বই’, সুকুমার রায়ের ‘হযবরল’, ‘আবোলতাবোল’, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’, ‘নালক’ ইত্যাদি বই যদি তখন প্রকাশিত হতো, তাহলেও বাড়ির পরিবেশের কারণে সেসব পড়তে পারতেন না।
বই কেনার নেশা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। নানা বাহানায় আম্মার কাছে হাত পেতেছেন এবং বই কিনেছেন। এত বই কিনতে দেখে আম্মা একবার শামসুরকে জিজ্ঞেস করলেন, ‘এত বই কি সত্যি সত্যি তোর খুব দরকার?’
শামসুর বলেছিলন, ‘আম্মা, আমার আরও বই চাই।’
জীবনের শেষদিন পর্যন্ত বইয়ের চাহিদা মেটেনি তাঁর।
আজ ২৩ অক্টোবর এই স্বনামধন্য কবির জন্মদিন।
সূত্র: শামসুর রাহমান, শামসুর রাহমান গদ্য সংগ্রহ, পৃষ্ঠা ২৩-২৪
শামসুর রাহমান ছেলেবেলায় সংগীত বা চিত্রকলা সম্পর্কে বাড়ির কারও কোনো আগ্রহ দেখেননি। তবে ঢাকাই সংস্কৃতির কিছুটা ছোঁয়া পেয়েছিলেন তিনি কাওয়ালি আর মেরাসীনের মাধ্যমে। মেরাসীন ছিল একধরনের মেয়েলি গীত। দুই দল কাওয়ালের মধ্যে প্রতিযোগিতার কথা শামসুর রাহমান কখনোই ভোলেননি।
স্কুলের বই, কোরআন শরিফ আর বিষাদসিন্ধু ছাড়া অন্য কোনো বই শিশু বাচ্চুর (শামসুর রাহমানের ডাক নাম) চোখে পড়েনি কখনো। তবে আম্মার কাঠবাক্সে একদিন তিনি দেখেছিলেন নীল রঙের ‘আনোয়ারা’ উপন্যাসটি। বড় হয়ে অনেক খুঁজেছেন, কিন্তু সেটা আর পাননি।
বাবা পড়তেন কোরআন শরিফ, বাংলা পঞ্জিকা আর খবরের কাগজ। শিশুদের জন্য কোনো বই পড়ার সৌভাগ্য হয়নি। তবে একটি মনকাড়া বই তিনি পড়েছিলেন শৈশবে, যোগীন্দ্রনাথ সরকারের ‘হাসিখুশি’। সেই বইয়ের লেখা আর ছবিতে পাগল ছিলেন বাচ্চু। তেড়ে আসা অজগরের ছবি কিংবা হারাধনের দশটি ছেলেকে নিয়ে লেখা পদ্য মন কেড়ে নিয়েছিল। পদ্যের ছলে অঙ্ক শিখিয়ে দেওয়ার এ ব্যাপারটি খুব ভালো লেগেছিল।
সিগনেট প্রেস থেকে যে অনবদ্য বইগুলো বের হতো, সেগুলো চোখেও দেখেননি শামসুর রাহমান। উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘টুনটুনির বই’, সুকুমার রায়ের ‘হযবরল’, ‘আবোলতাবোল’, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’, ‘নালক’ ইত্যাদি বই যদি তখন প্রকাশিত হতো, তাহলেও বাড়ির পরিবেশের কারণে সেসব পড়তে পারতেন না।
বই কেনার নেশা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। নানা বাহানায় আম্মার কাছে হাত পেতেছেন এবং বই কিনেছেন। এত বই কিনতে দেখে আম্মা একবার শামসুরকে জিজ্ঞেস করলেন, ‘এত বই কি সত্যি সত্যি তোর খুব দরকার?’
শামসুর বলেছিলন, ‘আম্মা, আমার আরও বই চাই।’
জীবনের শেষদিন পর্যন্ত বইয়ের চাহিদা মেটেনি তাঁর।
আজ ২৩ অক্টোবর এই স্বনামধন্য কবির জন্মদিন।
সূত্র: শামসুর রাহমান, শামসুর রাহমান গদ্য সংগ্রহ, পৃষ্ঠা ২৩-২৪
১৯৭১ সালের ১ মার্চ দুপুরে অনির্দিষ্টকালের জন্য ৩ মার্চ আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এই প্রতিহিংসামূলক সিদ্ধান্তে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই ক্ষুব্ধ হননি, রাস্তায় নামে বিক্ষুব্ধ সাধারণ জনতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
৬ দিন আগে...ভাইস চ্যান্সেলর সৈয়দ মোয়াজ্জম হোসেনের কথা বলতে যেয়েই অধ্যাপক রাজ্জাক বললেন: ১৯৫২-তে ভাষা আন্দোলনের সময়ে, আর কিছুর জন্য নয়, সাহসের অভাবে, হি (সৈয়দ মোয়াজ্জম হোসেন) অকেজন্ড মাচ ট্রাবল। আমার মনে আছে যেদিন গুলিটা হলো, ইউনিভার্সিটির ঐ পুরানা দালানে (বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং-এর দক্ষিণ দিক)..
৭ দিন আগেযদি কেউ ভালোবাসা দিবসে তাঁর সঙ্গীর জন্য একটি কার্ড কিনে থাকেন, তাহলে সহজেই বলে দেওয়া যায়—কার্ড কেনা মানুষটি একজন পুরুষ। কারণ সাধারণত পুরুষেরাই নারীদের তুলনায় বেশি রোমান্টিক। এটি একটি সর্বজনবিদিত সত্য, তবে স্বীকৃতি খুবই কম।
২০ দিন আগেএক বছরেও শুকায়নি হৃদয়ের ক্ষত। রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশের আয়োজন করা হয়। তাঁদের উদ্দেশ্য শুধু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা নয়, বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনও প্রধান লক্ষ্য।
২২ দিন আগে