Ajker Patrika

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সম্পাদকীয়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধারে ঔপন্যাসিক, সাহিত্য সম্পাদক, আমলা এবং হিন্দু পুনরুত্থানবাদী চিন্তাবিদ ছিলেন। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে। গ্রামে তাঁর প্রাথমিক পড়ালেখার সূচনা। এরপর তিনি হুগলি কলেজ থেকে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম হয়ে মাসিক বৃত্তি পান। প্রেসিডেন্সি কলেজ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাস করেন, বঙ্কিমচন্দ্র ছিলেন তাঁদের একজন। তিনি চাকরিজীবনের শুরুতে একটি নিম্ন পদে যোগ দেন। তারপর ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে অভিষিক্ত ছিলেন।

লোকচক্ষুর অন্তরালে তাঁর সাহিত্যজীবন শুরু হলেও, তিনি সে সময় কোনো স্বীকৃতি পাননি। পরবর্তীকালে পেশাগত জীবনেই তাঁর সৃষ্টিশীল মননের বিকাশ ঘটে। মফস্বলে চাকরিরত অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি সংযোগ ঘটে। গভীরভাবে পাশ্চাত্য সাহিত্য অধ্যয়ন এবং সাধারণ মানুষের সংসর্গের কারণে তিনি উপন্যাসের চরিত্র নির্মাণ ও কাহিনি বর্ণনায় সূত্র খুঁজে পান।

১৮৬৫ সালে প্রথম উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ প্রকাশের পরেই ব্যাপক পাঠকখ্যাতি পেয়ে যান তিনি। এরপর বঙ্কিমচন্দ্র গদ্য রচনাসহ ১৪টি বাংলা উপন্যাস এবং ১টি ইংরেজি উপন্যাস লেখেন।

১৮৮০ সাল থেকে তিনি রাজনীতি ও ধর্মের দিকে ঝুঁকে পড়েন। সে সময় থেকে তিনি সৃষ্টিশীল চিন্তাবিদ ও সাহিত্যিকের চেয়ে একজন গর্বিত হিন্দু বলেই নিজেকে পরিচয় দিতে থাকেন। তবে তাঁর সৃষ্টিশীলতা বাংলা সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে একটি নতুন লেখকগোষ্ঠীর সূচনা ঘটে। এই পত্রিকা সাহিত্যের রচনাশৈলীর দিক থেকে এক নতুন আদর্শ স্থাপন করে।

‘কমলাকান্ত’ ছদ্মনামেও লিখেছেন বঙ্কিমচন্দ্র। তাঁকে বলা হয় বাংলা উপন‍্যাসের জনক। তাঁর দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি ইংরেজ সরকার কর্তৃক ‘রায়বাহাদুর’ এবং ‘সিএমইওআইই’ উপাধি পান। 

বাংলা সাহিত্যের ‘সাহিত্য সম্রাট’খ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত