ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনা ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের

বিজ্ঞপ্তি
Thumbnail image

প্রখ্যাত গল্পকার মোজাফ্ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনা করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা। মে মাসে গ্রুপে এই বই পড়া হয় এবং সদস্যদের মধ্যে এই আলোচনার অনুপ্রেরণা জোগায়। 

সভায় আলোচকেরা উল্লেখ করেন কীভাবে মোজাফ্ফর হোসেন নিজের গল্পগুলোতে বাস্তবতাকে ছাড়িয়ে গিয়েছেন এবং কতটা দক্ষতার সঙ্গে বাস্তব ও কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। এই অনন্য পদ্ধতিই তাঁকে অন্য লেখকদের থেকে আলাদা করে তুলেছে। 

অংশগ্রহণকারীরা বলেন, মোজাফ্ফর হোসেন যেহেতু বাস্তবতা এবং পরাবাস্তবতার মাধ্যমে গল্পগুলোকে উপস্থাপন করেন, তাই বেশির ভাগ সময়েই শুধু কাহিনির চেয়েও অনেক বেশি মনে হয়। যার কারণে পাঠকেরা তাঁর গল্পে ট্র্যাডিশনাল প্লট খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। তাঁর এই দ্বৈত দৃষ্টিকোণে সমাজের নিষ্ঠুরতা, বর্বরতা আর নৃশংসতার চিত্র-তীক্ষ্ণ ব্যঙ্গ এবং উপমার মাধ্যমে ফুটে উঠেছে। 

গত ১০ জুনের আলোচনায় লেখক নিজে উপস্থিত থেকে তাঁর লেখক জীবনের বিভিন্ন দিক সবার সঙ্গে শেয়ার করেন। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হয়ে, তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং তাঁর কাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। 

জুন মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা কীর্তিমান লেখক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ বইটি নিয়ে আলোচনা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত