অজিত রায় ভজন
সমাজের অনাচার যত ভুল আছে,
অনিয়ম দেখা যায় দূরে আর কাছে।
কর্তা গিন্নি বাবু সাহেবের কাজে,
সংসারে যখনই বারোটা বাজে।
উজির আর মন্ত্রীরা, তারা করে কী?
গরিব উপোস করে, পাতে নেয় ঘি!
টেবিলের নিচে হয় আফিসের কাজ,
মানুষেরা অসহায় খুব দুখি আজ।
তোমার কলম ঠিক গর্জেই ওঠে,
হাসি আর ব্যঙ্গতে সবকিছু ফোটে।
ছন্দকথায় তুমি লিখে গেছ সবই,
জগতে অমর তুমি রইবেই কবি।
বাংলার আকাশে তো জেগে আছ তুমি,
সুকুমার রায়-পেয়ে ধন্য এ ভূমি।
গল্প কবিতা গানে যুগ যুগ ধরে,
অমর রইবে তুমি পৃথিবীর ঘরে।
সমাজের অনাচার যত ভুল আছে,
অনিয়ম দেখা যায় দূরে আর কাছে।
কর্তা গিন্নি বাবু সাহেবের কাজে,
সংসারে যখনই বারোটা বাজে।
উজির আর মন্ত্রীরা, তারা করে কী?
গরিব উপোস করে, পাতে নেয় ঘি!
টেবিলের নিচে হয় আফিসের কাজ,
মানুষেরা অসহায় খুব দুখি আজ।
তোমার কলম ঠিক গর্জেই ওঠে,
হাসি আর ব্যঙ্গতে সবকিছু ফোটে।
ছন্দকথায় তুমি লিখে গেছ সবই,
জগতে অমর তুমি রইবেই কবি।
বাংলার আকাশে তো জেগে আছ তুমি,
সুকুমার রায়-পেয়ে ধন্য এ ভূমি।
গল্প কবিতা গানে যুগ যুগ ধরে,
অমর রইবে তুমি পৃথিবীর ঘরে।
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
২ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৩ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে