পিয়াস মজিদ
যা দেওয়ার দিয়ে দেওয়া ভালো
চুমু হলে হঠকারী,
তার অস্তমান মুখ
সন্তাপের সুযোগ যেন না দেয়।
বছর ফুরিয়ে এলে
ইস্টার্ন মেঘের বুকে
কুয়াশার দিকচিহ্ন যদি গড়ে
বিভ্রমের অবকাঠামো,
মেহজাবিনের ছাতার লোভে
বৃষ্টি নামবে অফ সিজনে।
এত দৃশ্যের ঘানি টানতে
অদৃশ্য হারামির ২টা চোখ উপার্জনের ধান্দায়
নন্দনের ১২টা বাজা দেখে
মানুষরা কীরকম কুৎসিত মানবিকতায়
পৃথিবীকে নির্লজ্জ লিরিকে সাজায়।
যা দেওয়ার দিয়ে দেওয়া ভালো
চুমু হলে হঠকারী,
তার অস্তমান মুখ
সন্তাপের সুযোগ যেন না দেয়।
বছর ফুরিয়ে এলে
ইস্টার্ন মেঘের বুকে
কুয়াশার দিকচিহ্ন যদি গড়ে
বিভ্রমের অবকাঠামো,
মেহজাবিনের ছাতার লোভে
বৃষ্টি নামবে অফ সিজনে।
এত দৃশ্যের ঘানি টানতে
অদৃশ্য হারামির ২টা চোখ উপার্জনের ধান্দায়
নন্দনের ১২টা বাজা দেখে
মানুষরা কীরকম কুৎসিত মানবিকতায়
পৃথিবীকে নির্লজ্জ লিরিকে সাজায়।
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
২ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৩ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে