Ajker Patrika

চুনোপুঁটির বিশ্বকাপ

আহমেদ সাব্বির
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯: ৪০
চুনোপুঁটির বিশ্বকাপ

বিশ্বকাপে মেতেছে বড়রা
সেই সাথে চুনোপুঁটি
একটাই ঘর একটাই ছাদ
পতাকা উড়ছে দুটি। 

ড্রইংরুমে একটাই টিভি
একটাই সোফাসেট
ফুটবল রেখে রিমোটের দিকে 
দুজনেরই টার্গেট।

ফুটবল হাতে চুনোটা করছে
চেঁচামেচি শোরগোল
হলুদ জার্সি পরে সে বলছে
মেসি ভাই দাও গোল। 

ছোট্ট পুঁটির একই উল্লাস
ঘরজুড়ে চিৎকার  
নীল জার্সিতে চুমু খেয়ে বলে
নেইমার নেইমার। 

চুনো আর পুঁটি উল্টো সাপোর্ট
জার্সিতে নেই মিল
আব্বু ওদের আর্জেন্টিনা
আম্মুটা ব্রাজিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত