Ajker Patrika

ফসিল

জুয়েল মাজহার
ফসিল

দু-হাত শেকড় যেন। শেকড়ের বাঁকানো আঙুল
তাল তাল অন্ধকার খুঁড়ে নিরুপাধি অতলে নেমেছে

ভূতলের বহুস্তর নিচে
ক্ষীণকটি সুন্দরীর গ্রীবা, চিনাংশুকে আবৃত প্রতিমা
আগ্নেয় ফসিলরূপে উঠে আসবে আঙুল-শেকড়ে 

প্ররোচক হাসি তার বাতাসে ভাসবে চিরকাল

কল্প প্রহরে তার দানব-প্রেমিক পিঙ্গল বাদামি যোনিপটে
 এঁকে যাবে শৃঙ্গারের অব্যয় আরতি

আর সেই অশরীরী ঘোর উন্মাদিনী
একাকী নির্জন পথে হেঁটে যেতে যেতে
ছড়াবে বাতাসে ধীরে লালাবির মতো মঞ্জু গান

আর দূর পর্বতের আধো-নীল ধাপে
প্রেমিকের খুলির ওপরে রেখে যাবে অলাত রুধির

বুকে-জমা গুলেনার, গোপন রতির পোখরাজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত