একদা এক স্বৈরাচারীর এমন ছিল অত্যাচার,অর্থে কিনে করতে হত খাবার জলের ব্যবহার।কলসপ্রতি এক আনা দাম, ঝরত প্রজার চোখের জল,ব্যথার চোটে বলত সবাই, হয় যেন তার নরক ফল!মর্ম তখন বুঝল রাজা, পড়ল যখন অসুখে,মুখে বলে, যমযাতনা সইতে হবে এই বুকে।ছেলেকে বসায় সিংহাসনে, মরার সময় কয় ডেকে,স্বর্গ যেন তোর গুণে পাই, আমার যত পাপ