ঢামেক প্রতিবেদক
রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে অফিস সহায়কের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরেকজন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মারা যাওয়া আবদুল মালেক খান (৪০) ওই ভবনের প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ফারুক (৪০) ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁরা দুজনই কয়েক বছর ধরে সেখানেই থাকতেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ফারুকের চিকিৎসা চলছে। তাঁর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
মৃত আবদুল মালেকের ছোট ভাই সোহেল খান বলেন, তাঁর ভাই প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর কক্ষে ঘুমান। গত রাতে ৫০৭ নম্বর কক্ষে ফারুকের সঙ্গে ঘুমিয়েছিলেন। ভবনটির কার্নিশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে সেই কক্ষেই ফারুককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে বলে জানান তিনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘গুরুতর অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ফারুককে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে অফিস সহায়কের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরেকজন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মারা যাওয়া আবদুল মালেক খান (৪০) ওই ভবনের প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ফারুক (৪০) ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁরা দুজনই কয়েক বছর ধরে সেখানেই থাকতেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ফারুকের চিকিৎসা চলছে। তাঁর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
মৃত আবদুল মালেকের ছোট ভাই সোহেল খান বলেন, তাঁর ভাই প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর কক্ষে ঘুমান। গত রাতে ৫০৭ নম্বর কক্ষে ফারুকের সঙ্গে ঘুমিয়েছিলেন। ভবনটির কার্নিশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে সেই কক্ষেই ফারুককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে বলে জানান তিনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘গুরুতর অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ফারুককে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতুটিয়া দক্ষিণপাড়ায় জামাল বাদশার বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
৮ মিনিট আগেবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত গ্যাসের নতুন মূল্যহারকে বৈষম্যমূলক আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটির মতে, নির্দেশনা অনুযায়ী নতুন গ্রাহক, প্রতিশ্রুত গ্রাহক ও বিদ্যমান...
১১ মিনিট আগেশেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম রেজার কাছে চাঁদা দাবির প্রতিবাদে যুবদল নেতা শাকিল আহমেদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরশেরপুর তালেব আলী দাখিল মাদ্রাসার মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
১১ মিনিট আগেচট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ। গত রোববার সন্ধ্যায় একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ আশপাশ থেকে পাঁচজনক
২৭ মিনিট আগে