নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেষ বিদায়ে ছেলের মুখ দেখে মা রাইসা সুলতানা কান্নায় ভেঙে পড়েন। হাত দিয়ে বারবার ছেলে মুখ নাড়তে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও আবার দেখা হবে।’ গতকাল বৃহস্পতিবার পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ।
আজ শুক্রবার বিকেলে তাঁর লাশ গ্রীন রোডের বাসায় আনা হয়। এ বাসাতেই ছোট বোন ও মা–বাবার সঙ্গে থাকতেন মুহতাসিম।
স্বজনেরা বলছেন, অন্যান্য দিনের মতোই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুহতাসিম মোটরসাইকেল নিয়ে বুয়েটের উদ্দেশে বাসা থেকে বের হন। রাত সাড়ে ১১টার দিকে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলেন। কিন্তু ভোরে একটি ফোন কল তাঁদের জীবনের চিরচেনা ছন্দে আঘাত হানে।
দুর্ঘটনার খবর পেয়ে মুহতাসিমের মা-বাবা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। বিকেল সাড়ে ৪টার দিকে মুহতাসিমের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রীন রোডের বাসায় আনা হয়। সেখানে আগেই জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজন ও মুহতাসিমের সহপাঠীরা।
অ্যাম্বুলেন্সের সামনে এসে ছেলের মুখ থেকে কাপড় সরানোর সঙ্গে সঙ্গে মা রাইসা সুলতানা কান্নায় ভেঙে পড়েন। ছেলের প্রতি শেষবারের মতো বিদায় জানিয়ে তিনি বলেন, ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও। আবার আমাদের দেখা হবে।’ পরে পরিবার, বন্ধু ও স্বজনদের অশ্রুসিক্ত চোখে মুহতাসিমের লাশ দাফনের জন্য মিরপুরে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়াও। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে চাকরি করেন। অ্যাম্বুলেন্সে ছেলের লাশের পাশে বসে মাসুদ মিয়া বলেন, পুলিশের তল্লাশিচৌকিতে ছেলের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চাওয়া হয়।
মোটরসাইকেল থেকে নেমে মুহতাসিম কাগজপত্র বের করছিল। ঠিক তখনই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এসে তাঁর ছেলেকে চাপা দেয়। মাসুদ মিয়া বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তার ছেলে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ডোপ টেস্ট করানো হয়েছে। এর মধ্যে দুজনের ডোপ টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। তাঁরা হলেন মুবিন আল মামুন ও মিরাজুল করিম।’ তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়।
শেষ বিদায়ে ছেলের মুখ দেখে মা রাইসা সুলতানা কান্নায় ভেঙে পড়েন। হাত দিয়ে বারবার ছেলে মুখ নাড়তে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও আবার দেখা হবে।’ গতকাল বৃহস্পতিবার পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ।
আজ শুক্রবার বিকেলে তাঁর লাশ গ্রীন রোডের বাসায় আনা হয়। এ বাসাতেই ছোট বোন ও মা–বাবার সঙ্গে থাকতেন মুহতাসিম।
স্বজনেরা বলছেন, অন্যান্য দিনের মতোই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুহতাসিম মোটরসাইকেল নিয়ে বুয়েটের উদ্দেশে বাসা থেকে বের হন। রাত সাড়ে ১১টার দিকে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলেন। কিন্তু ভোরে একটি ফোন কল তাঁদের জীবনের চিরচেনা ছন্দে আঘাত হানে।
দুর্ঘটনার খবর পেয়ে মুহতাসিমের মা-বাবা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। বিকেল সাড়ে ৪টার দিকে মুহতাসিমের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রীন রোডের বাসায় আনা হয়। সেখানে আগেই জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজন ও মুহতাসিমের সহপাঠীরা।
অ্যাম্বুলেন্সের সামনে এসে ছেলের মুখ থেকে কাপড় সরানোর সঙ্গে সঙ্গে মা রাইসা সুলতানা কান্নায় ভেঙে পড়েন। ছেলের প্রতি শেষবারের মতো বিদায় জানিয়ে তিনি বলেন, ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও। আবার আমাদের দেখা হবে।’ পরে পরিবার, বন্ধু ও স্বজনদের অশ্রুসিক্ত চোখে মুহতাসিমের লাশ দাফনের জন্য মিরপুরে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়াও। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে চাকরি করেন। অ্যাম্বুলেন্সে ছেলের লাশের পাশে বসে মাসুদ মিয়া বলেন, পুলিশের তল্লাশিচৌকিতে ছেলের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চাওয়া হয়।
মোটরসাইকেল থেকে নেমে মুহতাসিম কাগজপত্র বের করছিল। ঠিক তখনই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এসে তাঁর ছেলেকে চাপা দেয়। মাসুদ মিয়া বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তার ছেলে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ডোপ টেস্ট করানো হয়েছে। এর মধ্যে দুজনের ডোপ টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। তাঁরা হলেন মুবিন আল মামুন ও মিরাজুল করিম।’ তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়।
‘বিএসএফকে সাইজ করার জন্য আমিই অ্যানাফ’—এমন কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় সাধারণ মানুষকে নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৪০ মিনিট আগেদিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।
৪২ মিনিট আগেশেরপুর সদরে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ট্রাকভর্তি মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পিয়নকে আটক করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।
৪৪ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু হবে আগামীকাল শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই
১ ঘণ্টা আগে