Ajker Patrika

ছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় শ্রেণির (নাজরানা বিভাগ) এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের মুখে আলকাতরা মেখে এবং মাথার চুল কেটে দিয়েছেন স্থানীয়রা।

উপজেলার মালিগ্রাম বাজারসংলগ্ন ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাতে মালিগ্রামে একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক আনোয়ার শেখ। পরে ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে মুখে আলকাতরা মাখে এবং মাথার চুল কেটে দেয়।

মালিগ্রামের ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ছাত্র ও শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিদের কাছে ক্ষমা চাইলে তাঁকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত