পটুয়াখালী প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পটুয়াখালীতে একজন নিহত হয়েছেন এবং ২ শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক ঘের-পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া ১ হাজার ৫৫০ হেক্টর আমন এবং ৩০০ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। তবে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পটুয়াখালী জেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
নিহত ব্যক্তি হলেন—মো. নূরুল ইসলাম (৪০)। তিনি একজন ট্রলার শ্রমিক। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে।
ট্রলার মালিক আব্দুল জলিল মোল্লা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাটে নোঙর করা অবস্থায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মালিক আব্দুল জলিল মোল্লা সাঁতরে তীরে উঠতে পারলেও শ্রমিক নূরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১৩ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নূরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। মো. নূরুল ইসলাম ও জলিল মোল্লা সোমবার বিকেলে পটুয়াখালীর একটি ইটভাটা থেকে ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বেড়ে গেলে ইটভর্তি ট্রলারটি প্রতাপপুর লঞ্চঘাটে নোঙর করে রাখা হয়। পরে রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
জেলা প্রশাসনের দেওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালী জেলায় ২ শতাধিক কাচা ঘর-বাড়ি এবং শতাধিক ঘের ও পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। এ ছাড়া কিছু গাছপালা উপড়ে পড়েছে।
এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে এ জেলার ১৯ ইউনিয়নে ১৭৯টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কিছু গাছপালা উপড়ে পড়েছে। আর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যতটা আশঙ্কা করেছিলাম, সে তুলনায় কিছুই হয়নি। অমাবস্যা ও পূর্ণিমার ‘জো’র মতো জোয়ারের পানি হয়েছে। এতে স্বাভাবিকভাবে নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের ঘের ও পুকুর তলিয়ে কিছু মাছের ক্ষতি হতে পারে। সেটা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি নয়।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্বে) খাইরুল ইসলাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে এ জেলায় কৃষিক্ষেত্রে ১ হাজার ৫৫০ হেক্টর আমন এবং ৩০০ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। এ ছাড়া কোনো কোনো জায়গায় কৃষকদের উপকারও হয়েছে। যেখানে এত দিন পানি ছিল না, সেখানকার কৃষকের খেতে পানির সুবিধা হয়েছে এ ঘূর্ণিঝড়ের মাধ্যমে।’
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পটুয়াখালীতে একজন নিহত হয়েছেন এবং ২ শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক ঘের-পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া ১ হাজার ৫৫০ হেক্টর আমন এবং ৩০০ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। তবে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পটুয়াখালী জেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
নিহত ব্যক্তি হলেন—মো. নূরুল ইসলাম (৪০)। তিনি একজন ট্রলার শ্রমিক। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে।
ট্রলার মালিক আব্দুল জলিল মোল্লা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাটে নোঙর করা অবস্থায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মালিক আব্দুল জলিল মোল্লা সাঁতরে তীরে উঠতে পারলেও শ্রমিক নূরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১৩ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নূরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। মো. নূরুল ইসলাম ও জলিল মোল্লা সোমবার বিকেলে পটুয়াখালীর একটি ইটভাটা থেকে ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বেড়ে গেলে ইটভর্তি ট্রলারটি প্রতাপপুর লঞ্চঘাটে নোঙর করে রাখা হয়। পরে রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
জেলা প্রশাসনের দেওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালী জেলায় ২ শতাধিক কাচা ঘর-বাড়ি এবং শতাধিক ঘের ও পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। এ ছাড়া কিছু গাছপালা উপড়ে পড়েছে।
এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে এ জেলার ১৯ ইউনিয়নে ১৭৯টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কিছু গাছপালা উপড়ে পড়েছে। আর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যতটা আশঙ্কা করেছিলাম, সে তুলনায় কিছুই হয়নি। অমাবস্যা ও পূর্ণিমার ‘জো’র মতো জোয়ারের পানি হয়েছে। এতে স্বাভাবিকভাবে নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের ঘের ও পুকুর তলিয়ে কিছু মাছের ক্ষতি হতে পারে। সেটা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি নয়।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্বে) খাইরুল ইসলাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে এ জেলায় কৃষিক্ষেত্রে ১ হাজার ৫৫০ হেক্টর আমন এবং ৩০০ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। এ ছাড়া কোনো কোনো জায়গায় কৃষকদের উপকারও হয়েছে। যেখানে এত দিন পানি ছিল না, সেখানকার কৃষকের খেতে পানির সুবিধা হয়েছে এ ঘূর্ণিঝড়ের মাধ্যমে।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৫ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৪ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে