যুবলীগ নেতার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ছাত্রলীগ নেতার হুমকি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ১৯
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৩৪

বরগুনার পাথরঘাটায় পৌর যুবলীগের নেতার সঙ্গে বিরোধ রয়েছে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতার। একটি লাইভ অনুষ্ঠানে সেই যুবলীগ নেতাকে দেখা যাওয়ায় স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের এক প্রতিনিধিকে লাঞ্ছিত করার পর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাথরঘাটা পৌরসভার ওয়ার্ড ছাত্রলীগ নেতা জনি পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

আজ সোমবার দুপুরে পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমির সামনে এ ঘটনা ঘটে। জনি পাথরঘাটা পৌরসভার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মৃত জালাল পঞ্চায়েত এবং বর্তমান ইউপি সদস্য পাখি বেগমের ছেলে।

সাংবাদিক শাকিল আহমেদ জানান, পাথরঘাটা থানা মসজিদসংলগ্ন পুকুরের বেহাল অবস্থা নিয়ে নিউজ সংগ্রহ করতে গেলে পার্শ্ববর্তী চায়ের দোকান মালিকদের সঙ্গে কথা হচ্ছিল। যুবলীগের পরিচিতি সভা লাইভ দেখানোকে কেন্দ্র করে একপর্যায়ে অশ্লীল ভাষায় গালাগাল করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন ছাত্রলীগ নেতা জনি পঞ্চায়েত।

খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুজনের সঙ্গে জনির পূর্বশত্রুতা রয়েছে। পাথরঘাটা নিউজের লাইভে সুজনকে দেখা যাওয়ায় ক্ষিপ্ত হয়ে শাকিল আহমেদকে হুমকি দেন জনি।এ বিষয়ে পাথরঘাটা পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ নাসির আকন বলেন, ‘আমরা যুবলীগের পরিচিতি সভায় সব সাংবাদিককে দাওয়াত করেছিলাম। তবে জনি পঞ্চায়েত যে ঘটনা ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, ‘সাংবাদিক শাকিল আহমেদের ওপর হামলার বিষয়টি মৌখিকভাবে জেনেছি। তাঁকে লিখত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত