বরিশালে আ. লীগের সাদিকের ওপর হামলা, বিএনপির ২৮ নেতা-কর্মীসহ আসামি ৮ শতাধিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ২০: ৪৬

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত বাদী হয়ে আজ বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, মামলায় ২৮ জন নামধারী ও অজ্ঞাতনামা ৮ শতাধিক জনকে আসামি করা হয়েছে। 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, দলের শীর্ষ নেতাদের অধিকাংশকে এ মামলায় নামধারী আসামি করা হয়েছে। অথচ সাদিকের নেতৃত্বে তাঁদের ওপরই হামলা করা হয়েছিল। 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মহানগর বিএনপি গত শুক্রবার বিকেলে নগরের সিঅ্যান্ডবি রোডে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিএডিসি কার্যালয়ে সামনে পৌঁছালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে হামলা চালায়। এ সময় বিএনপি পাল্টা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা সংঘর্ষ হয়। একপর্যায়ে সাদিক আবদুল্লাহকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। হামলায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত