পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১২ নেতা পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, সম্মেলন না করেই টাকার বিনিময়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি রাতের আঁধারে এই কমিটি ঘোষণা করেছে। আজ বুধবার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পদত্যাগকারী নেতারা।
পদত্যাগকারী নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, আব্দুল মন্নান মুন্সী ও মো. দুলাল এবং ১ নম্বর সদস্য জাকির হোসেন মুন্সী, ৯ নম্বর সদস্য মো. সুমন মিয়া, ১০ নম্বর সদস্য শাহ্ জালাল, ১১ নম্বর সদস্য মো. ছগির হোসেন, ১২ নম্বর সদস্য মো. জাফর হাওলাদার, ১৩ নম্বর সদস্য মালা বেগম, ১৪ নম্বর সদস্য মো. ছগির হোসেন ও ১৫ নম্বর সদস্য মো. আবু ছালেহ।
পদত্যাগকারী নেতা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে টাকার বিনিময়ে সম্মেলন না করেই ইউনিয়ন কমিটি ঘোষণা হবে, এটা মানা যায় না। যাঁরা কোনো দিন দলের সঙ্গে যোগাযোগ করেনি, দলীয় কার্যালয়ে আসেনি, তাঁদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি পরিচালিত হতে পারে না। তাই ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১২ জন পদত্যাগ করেছি।’
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘোষণায় অর্থ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। যাঁরা ত্যাগী তাঁদেরই আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়াও যাঁকে আহ্বায়ক করা হয়েছে তিনি এর আগেও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।’
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১২ নেতা পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, সম্মেলন না করেই টাকার বিনিময়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি রাতের আঁধারে এই কমিটি ঘোষণা করেছে। আজ বুধবার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পদত্যাগকারী নেতারা।
পদত্যাগকারী নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, আব্দুল মন্নান মুন্সী ও মো. দুলাল এবং ১ নম্বর সদস্য জাকির হোসেন মুন্সী, ৯ নম্বর সদস্য মো. সুমন মিয়া, ১০ নম্বর সদস্য শাহ্ জালাল, ১১ নম্বর সদস্য মো. ছগির হোসেন, ১২ নম্বর সদস্য মো. জাফর হাওলাদার, ১৩ নম্বর সদস্য মালা বেগম, ১৪ নম্বর সদস্য মো. ছগির হোসেন ও ১৫ নম্বর সদস্য মো. আবু ছালেহ।
পদত্যাগকারী নেতা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে টাকার বিনিময়ে সম্মেলন না করেই ইউনিয়ন কমিটি ঘোষণা হবে, এটা মানা যায় না। যাঁরা কোনো দিন দলের সঙ্গে যোগাযোগ করেনি, দলীয় কার্যালয়ে আসেনি, তাঁদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি পরিচালিত হতে পারে না। তাই ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১২ জন পদত্যাগ করেছি।’
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘোষণায় অর্থ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। যাঁরা ত্যাগী তাঁদেরই আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়াও যাঁকে আহ্বায়ক করা হয়েছে তিনি এর আগেও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
৪ মিনিট আগেআজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
২৪ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১০ ঘণ্টা আগে