বরগুনা প্রতিনিধি
বরগুনায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন মোসা. লাইজু আক্তার (৪০)। তিনি জেলার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহানের মেয়ে। এ ছাড়া তিনি একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’
স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১ দিকে তাঁকে খুঁজতে খুঁজতে লাইজুর বাবার বাড়ির উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরে তাঁর লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় চৌকিদারকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরে মাথার সমস্যা নিয়ে ভুগতেছিল। বিভিন্ন সময়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা আবার খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসতাম। গত তিন দিন ধরে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি।’
আবদুস সোবহান আরও বলেন, ‘মেয়ের জামাই এখনো আমার মেয়েকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর খবর সে জানতে পারেনি। আজকে বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মেয়ের লাশ পাওয়া গেছে। তবে মাথায় সমস্যার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’
বরগুনায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন মোসা. লাইজু আক্তার (৪০)। তিনি জেলার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহানের মেয়ে। এ ছাড়া তিনি একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’
স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১ দিকে তাঁকে খুঁজতে খুঁজতে লাইজুর বাবার বাড়ির উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরে তাঁর লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় চৌকিদারকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরে মাথার সমস্যা নিয়ে ভুগতেছিল। বিভিন্ন সময়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা আবার খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসতাম। গত তিন দিন ধরে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি।’
আবদুস সোবহান আরও বলেন, ‘মেয়ের জামাই এখনো আমার মেয়েকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর খবর সে জানতে পারেনি। আজকে বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মেয়ের লাশ পাওয়া গেছে। তবে মাথায় সমস্যার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১২ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২১ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৪২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে