নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
১ few সেকেন্ড আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
১ ঘণ্টা আগে