নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছ থেকে তা জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের বিএডিসির সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হামলার শিকার হন। মঙ্গলবার রাতে এ ঘটনায় নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজিব বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯০০ জনের বিরুদ্ধে মামলা করে। উভয় মামলায় নগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে আসামি করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশালের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, সংঘর্ষের দিন বিএনপি নেতা জিয়াকে কুপিয়ে জখম করা হলে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অ্যাডভোকেট ইমন আরও বলেন, তিনি নিশ্চিত যে, জিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছেন, গ্রেপ্তার করে ফের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, নগরের চার থানায় করা ছয় মামলায় বিএনপির অন্তত ৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আরিছুল হক আজকের পত্রিকাকে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
মাগুরায় নোমান মণ্ডল (৪১) নামের এক মোটর শ্রমিকনেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মঘী ইউনিয়নের জাগলা এলাকার চারা বটতলা জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেলক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
১৩ মিনিট আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে লাগা আগুন এরই গোডাউন থেকে ছড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মচারী ও ফায়ার সার্ভিস। আগুন নেভানোতে এত বেশি সময়ের কারণ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য পোড়া প্রকট গন্ধ ও অতিরিক্ত ধোঁয়াকে দায়ী করছেন তারা। তবে এ ঘটনায় দোতলা ভবনটির নিচ তলায় পুড়লেও দোতলার রেস্তোরাঁর...
১৪ মিনিট আগেচাঁদপুর মেঘনা নদীতে মাটি বহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।
৪১ মিনিট আগে