Ajker Patrika

উপাচার্য নিয়োগ না হলে চবির একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

চবি সংবাদদাতা
উপাচার্য নিয়োগ না হলে চবির একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য নিয়োগ না হলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘ভিসি নিয়ে নয়-ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি রাবি ভিসি পেল, চবি কেন পিছিয়ে গেল’, ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’, ‘ঢাবি রাবি স্বর্গে, চবি কেন মর্গে’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘আমরা ক্লাসে যাওয়ার জন্য মুখিয়ে আছি। কিন্তু এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা কি আন্দোলনই করে যাব শুধু? আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপনের খেলা বন্ধ করুন। দ্রুত ভিসি, প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করুন।’

মানববন্ধনে মোহাম্মদ আলী বলেন, ‘গত বৃহস্পতিবার ভিসি নিয়োগের একটি গুঞ্জন শোনা যায়। গত রোববার ভিসি নিয়োগের প্রজ্ঞাপন আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি। আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন খেলা বন্ধ করুন। ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’

প্রসঙ্গত, গত ১২ আগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরসহ প্রক্টরিয়াল বডি, সব হলের প্রভোস্ট পদত্যাগ করেন। এরপর এক মাসের বেশি সময় ধরে উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। তাতে ব্যাহত হচ্ছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এ জন্য দ্রুত উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগের দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে পঞ্চম দিনের মতো টানা আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত