Ajker Patrika

নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে আলাইয়ারপুর ইউনিয়নে ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

র‍্যাব জানায়, দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল ভোরে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ জানান, চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নাশকতা সৃষ্টি ও বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত