Ajker Patrika

অবৈধ বালু উত্তোলন: মেঘনায় ড্রেজারসহ ৪৩ জনকে আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৯: ৫০
অবৈধ বালু উত্তোলন: মেঘনায় ড্রেজারসহ ৪৩ জনকে আটক

চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় ১০টি ড্রেজার, একটি বাল্কহেড, দুটি স্পিডবোট এবং বালু বিক্রির সাড়ে ১১ লাখ টাকা জব্দ করা হয়েছে। 

আজ শনিবার মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এতে অংশ নেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, কোস্ট গার্ডের পেটি অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। 

অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা অমান্য করে মতলব উত্তরের কলাকান্দা ও মোহনপুর এলাকার প্রভাবশালী একটি মহল মেঘনার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। এ খবরের ভিত্তিতে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

এ বিষয়ে নৌ পুলিশ মোহনপুর ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রেজার, বাল্কহেড, স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত