Ajker Patrika

পেকুয়ায় অধ্যক্ষকে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২০: ১১
পেকুয়ায় অধ্যক্ষকে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের পেকুয়ায় একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফকে (৪৬) অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার তাঁকে অপহরণ করা হয়। তাঁর মুক্তিপণের জন্য স্বজনদের কাছে ফোন করে ৪০ লাখ টাকা দাবি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার পেকুয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে অপহরণ মামলা করা হয়েছে। ভুক্তভোগী আরিফের ভাই মোহাম্মদ রিয়াদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

অধ্যক্ষ মোহাম্মদ আরিফের পরিবারের সঙ্গে প্রতিবেশী নাছির উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৮ সেপ্টেম্বর রাতে স্থানীয়ভাবে একটি সালিস হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আরিফ।

এ বিষয়ে আরিফের ভাই মোহাম্মদ রিয়াদুল ইসলাম বলেন, ‘২৮ সেপ্টেম্বর রাতে ভাইয়ের নম্বর থেকে মাকে ফোন করে অপহরণের বিষয়টি জানানো হয়। রাত ২টার দিকে আবার ভাবিকে ফোন করে দুর্বৃত্তরা। ওই প্রান্ত থেকে ভাবি ও মাকে চট্টগ্রাম নগরীর ফ্রি-পোর্টে গিয়ে ভাইকে নিয়ে আসতে বলা হয়। পরদিন সকালে চট্টগ্রাম ফ্রি-পোর্ট এলাকায় যান ভাবি। তখন ভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বেলা আড়াইটার দিকে ভাবির মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ৩৫ থেকে ৪০ লাখ টাকা দাবি করা হয়। গত সোমবার বিকেলে দুর্বৃত্তরা ভাবিকে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকার পুলিশ বক্সের সামনে যেতে বলে এবং ঘটনা পুলিশ বা র‍্যাবকে না জানাতে বলে।’

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, ‘আমরা আপাতত ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাঁকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার র‍্যাবের কমান্ডার আনোয়ার শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত