হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
গর্ভে সন্তান নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বসছিলেন ঝুমুর দেবনাথ (২১) নামের এক শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে মধ্যরাতে জন্ম হয় সিজারিয়ান নবজাতকের। এদিকে নবজাতককে রেখে আজ মঙ্গলবার পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে এসে উপস্থিত হন ঝুমুর। কেন্দ্রে বিশেষ যত্নে নেওয়া হয় তাঁর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন ঝুমুর। তিনি বাঞ্ছারামপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থী ঝুমুর দেবনাথ বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দি গ্রামের হরিপদ দেবনাথের মেয়ে।
পরীক্ষা শেষ করে হোমনা চৌরাস্তা সংলগ্ন ডক্টরস হসপিটালে সন্তানের কাছে ফেরেন ঝুমুর। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিনিধির। এ সময় ঝুমুর প্রতিবেদককে জানান, গতকাল সোমবার গভীর রাতে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর রাতের শেষ ভাগে সিজারিয়ানের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম হয় তাঁর।
ঝুমুর দেবনাথ বলেন, ‘অপারেশন শেষে আমার জ্ঞান ফিরলে চিকিৎসককে জানাই যে আমি এবারের এইচএসসি পরীক্ষার্থী। সকালে আমার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। আমি এ পরীক্ষায় অংশ নিতে চাই। পরে চিকিৎসক আমাকে ভালো করে দেখে বললেন, আপনি সকালে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আমি আমার সন্তানকে হাসপাতালে রেখে হাসপাতাল থেকে একজন নার্সকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেই। সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই পরীক্ষা দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার সন্তান সুস্থ আছে। আমার পরীক্ষাও ভালো হয়েছে।’
এ ঘটনায় সিজারিয়ান অপারেশনের দায়িত্বরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রসূতির স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে তাঁকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেই। সবচেয়ে বড় কথা হলো, প্রসূতি নিজেই পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিল। পরীক্ষা শেষে প্রসূতি বর্তমানে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।’
এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব নিরাঞ্জন দেবনাথ বলেন, ‘আমরা ওই প্রসূতি শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে একজন শিক্ষকসহ চিকিৎসক সার্বক্ষণিক তাঁকে দেখাশোনা করেছেন।’
গর্ভে সন্তান নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বসছিলেন ঝুমুর দেবনাথ (২১) নামের এক শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে মধ্যরাতে জন্ম হয় সিজারিয়ান নবজাতকের। এদিকে নবজাতককে রেখে আজ মঙ্গলবার পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে এসে উপস্থিত হন ঝুমুর। কেন্দ্রে বিশেষ যত্নে নেওয়া হয় তাঁর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন ঝুমুর। তিনি বাঞ্ছারামপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থী ঝুমুর দেবনাথ বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দি গ্রামের হরিপদ দেবনাথের মেয়ে।
পরীক্ষা শেষ করে হোমনা চৌরাস্তা সংলগ্ন ডক্টরস হসপিটালে সন্তানের কাছে ফেরেন ঝুমুর। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিনিধির। এ সময় ঝুমুর প্রতিবেদককে জানান, গতকাল সোমবার গভীর রাতে তাঁর প্রসব ব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর রাতের শেষ ভাগে সিজারিয়ানের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম হয় তাঁর।
ঝুমুর দেবনাথ বলেন, ‘অপারেশন শেষে আমার জ্ঞান ফিরলে চিকিৎসককে জানাই যে আমি এবারের এইচএসসি পরীক্ষার্থী। সকালে আমার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। আমি এ পরীক্ষায় অংশ নিতে চাই। পরে চিকিৎসক আমাকে ভালো করে দেখে বললেন, আপনি সকালে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আমি আমার সন্তানকে হাসপাতালে রেখে হাসপাতাল থেকে একজন নার্সকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেই। সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই পরীক্ষা দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার সন্তান সুস্থ আছে। আমার পরীক্ষাও ভালো হয়েছে।’
এ ঘটনায় সিজারিয়ান অপারেশনের দায়িত্বরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রসূতির স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে তাঁকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেই। সবচেয়ে বড় কথা হলো, প্রসূতি নিজেই পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিল। পরীক্ষা শেষে প্রসূতি বর্তমানে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।’
এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব নিরাঞ্জন দেবনাথ বলেন, ‘আমরা ওই প্রসূতি শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিয়েছি। সেখানে একজন শিক্ষকসহ চিকিৎসক সার্বক্ষণিক তাঁকে দেখাশোনা করেছেন।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৩ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৩ ঘণ্টা আগে