দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের সদিচ্ছার অভাব আছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২০: ৪৭
Thumbnail image

শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘টাস্কফোর্স বা ভোক্তা–অধিকার কয়টা অভিযান পরিচালনা করেছে, কী পরিমাণ কাজ করেছে, সে বিষয়ে আমি তথ্য পাইনি। আমাকে বাণিজ্যসচিব তিন দিনের টাস্কফোর্সের প্রতিবেদন পাঠিয়েছিলেন। আমি সেই প্রতিবেদনে এক দিন চট্টগ্রামের নাম পেয়েছি, বাকি দুই দিন নাম নেই! আমার মনে হয়, এই জায়গায় আপনাদের সদিচ্ছার ঘাটতি আছে, কিংবা সরকারের প্রতি অসহযোগিতার একটা ব্যাপার আছে।’ 

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, ‘প্রশাসনের অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজন হলে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না।’ 

এর আগে শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু করতে বলেন। এমনকি বিপিএলের আগেই সংস্কারকাজ শেষ করার তাগিদ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত