টেকনাফে ফাঁকাগুলি ছোড়ে ২ কৃষককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ফাঁকাগুলি ছোড়ে পাহাড় থেকে দুই কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা দলবদ্ধ হয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসলে তিনজন গুলিবিদ্ধ হন।

আজ বুধবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তিরা হলেন–উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ জহির (৫০)। অপরদিকে গুলিবিদ্ধরা হলেন–কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২)।

স্থানীয়রা জানান, অপহৃত দুই কৃষক খেতে কাজ করার সময় অস্ত্রধারীরা জিম্মি করে তাদের পাহাড়ে নিয়ে যায়। এই সময় স্থানীয়রা দলবদ্ধ হয়ে সাদ্দাম (২৭) নামে একজন অপহরণকারীকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে অপহরণকারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং পলিশ ফাঁড়ির একটি দল পাহাড়ে অভিযান শুরু করেছে। এর মধ্যে র‍্যাব–পুলিশের আরও একটি যৌথ দল অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করেছে।’

উল্লেখ, চলতি বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় অন্তত ১৫৩ জন ব্যক্তি অপহরণের শিকার হন। এর মধ্যে ৯৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৭ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত