মারিশ্যা-দীঘিনালা সড়কের পাহাড়ধস, বাঘাইছড়ি বিচ্ছিন্ন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৪: ১২
আপডেট : ০৩ মে ২০২৪, ১৪: ৫৮

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। 

এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের দুপাশে আটকে পড়েছে বহু যানবাহন। 

পাহাড়ধসের সংবাদ পাওয়ার পরপরই আজ শুক্রবার ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন পিএসসি নিজেই মাটি সরানোর কাজ তদারক করছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) লোকজনকে মাটি সরানোর অনুরোধ করেছি। ইতিমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। ভারী যন্ত্রপাতি নিয়ে সওজের সদস্যরা রওনা হয়েছেন। তাঁরা পৌঁছালে আমরা আশাবাদী তিন থেকে চার ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। 

এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের পর গতকাল দুপুরে বাঘাইছড়িতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। বজ্রপাতে এখন পর্যন্ত দুই নারী নিহত ও সাতজন পুরুষ আহত হয়েছেন। মারা গেছে তিনটি গবাদিপশু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত