হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লাকে তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। আজ মঙ্গলবার উপজেলার শ্রীপুর বাজার আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনু ও তাঁর সমর্থকেরা হত্যার পরিকল্পনা করেছেন এবং তাঁকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা বলেন, ‘গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনের আগে এবং এরপর থেকে আওয়ামী লীগের বিদ্রোহী ও পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ধনু ও তাঁর সহযোগীরা আমাকে নানাভাবে হত্যা করার হুমকি দিচ্ছে। আমার কর্মী সমর্থকদের মারধর করছে।’
চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, ‘আল্লাহ না করুক, আমি যদি খুন হই, কারা আমাকে খুন করতে পারে আমার স্ত্রীর কাছে তাঁদের নাম লিখে দিয়ে রেখেছি। আমি আমার জানের নিরাপত্তার জন্য গত বছর ১১ নভেম্বর হোমনা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ধনু রাজাপুরে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আমিও আমার কর্মী সমর্থকেরা নাকি তাঁর কর্মী সমর্থকদের মারধর ও অত্যাচার করছি, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমি আমার বিরুদ্ধে এসব অপপ্রচারও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি সংবাদ সম্মেলনে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা আমাকে ভোট দেয় নাই আমি সকলের চেয়ারম্যান। আমার কোনো কর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, সে আমার কর্মী না। আমরা গত ৫ বছর সবাই মিলে সুখে শান্তিতে কাটিয়েছি এবারও সবাই মিলে সেভাবেই আমরা থাকতে চাই।’
এ সময় চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা তাঁর জানের নিরাপত্তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চান।
এ বিষয়ে পরাজিত প্রার্থী দেলোয়ার ধনু জানান, ১৯ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে কোনো মিথ্যাচার করেননি তিনি। এ ছাড়া চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা হচ্ছে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. দাদন মিয়া, ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মো. মোসলেম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. তানসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবদুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. রফিক মিয়াসহ শতাধিক লোক।
হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লাকে তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। আজ মঙ্গলবার উপজেলার শ্রীপুর বাজার আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ধনু ও তাঁর সমর্থকেরা হত্যার পরিকল্পনা করেছেন এবং তাঁকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা বলেন, ‘গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনের আগে এবং এরপর থেকে আওয়ামী লীগের বিদ্রোহী ও পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ধনু ও তাঁর সহযোগীরা আমাকে নানাভাবে হত্যা করার হুমকি দিচ্ছে। আমার কর্মী সমর্থকদের মারধর করছে।’
চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, ‘আল্লাহ না করুক, আমি যদি খুন হই, কারা আমাকে খুন করতে পারে আমার স্ত্রীর কাছে তাঁদের নাম লিখে দিয়ে রেখেছি। আমি আমার জানের নিরাপত্তার জন্য গত বছর ১১ নভেম্বর হোমনা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন ধনু রাজাপুরে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আমিও আমার কর্মী সমর্থকেরা নাকি তাঁর কর্মী সমর্থকদের মারধর ও অত্যাচার করছি, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমি আমার বিরুদ্ধে এসব অপপ্রচারও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি সংবাদ সম্মেলনে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা আমাকে ভোট দেয় নাই আমি সকলের চেয়ারম্যান। আমার কোনো কর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, সে আমার কর্মী না। আমরা গত ৫ বছর সবাই মিলে সুখে শান্তিতে কাটিয়েছি এবারও সবাই মিলে সেভাবেই আমরা থাকতে চাই।’
এ সময় চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা তাঁর জানের নিরাপত্তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চান।
এ বিষয়ে পরাজিত প্রার্থী দেলোয়ার ধনু জানান, ১৯ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনে কোনো মিথ্যাচার করেননি তিনি। এ ছাড়া চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা হচ্ছে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. দাদন মিয়া, ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মো. মোসলেম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. তানসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবদুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. রফিক মিয়াসহ শতাধিক লোক।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে