Ajker Patrika

ঢাকায় মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে

ফেনী প্রতিনিধি
দুর্ঘটনকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরশুরাম উপজেলার বাসিন্দাদের বহনকারী বাসটি ঢাকার কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের এশায়াত সম্মেলন শেষে বাড়ি ফিরছিল। ভোরে ফুলগাজীর হাসানপুর সড়কের ব্রিজের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়।

নুরুল আফসার নামে এক যাত্রী বলেন, ‘আমরা মাহফিল শেষে বাড়ি ফিরছিলাম। হাসানপুর ব্রিজের আগে হঠাৎ বিকট শব্দে বাসটি খাদে পড়ে যায়। এরপর কী ঘটেছে, কিছু মনে নেই।’

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত