Ajker Patrika

ফেনীতে এখনো অচল ৭৫ শতাংশ মোবাইল টাওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১: ৫৮
ফেনীতে এখনো অচল ৭৫ শতাংশ মোবাইল টাওয়ার

বন্যাদুর্গত জেলা ফেনীতে এখনো স্বাভাবিক হয়নি টেলিযোগাযোগ সেবা। জেলার ৭৫ শতাংশ মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল অবস্থায় আছে।

আজ সোমবার সন্ধ্যায় বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) এই তথ্য জানায়।

আজ বিকেল ৫টা পর্যন্ত বিটিআরসির হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বন্যাকবলিত ১১ জেলায় ১৪ হাজার ৫৫১ টাওয়ারের মধ্যে ১ হাজার ৮টি অচল অবস্থায় আছে। সবচেয়ে বেশি অচল টাওয়ার ফেনীতে। এই জেলার ৬৫৩ টির মধ্যে ৪৯৩টিই অচল।

ফেনীতে অবস্থানরত বেসরকারি চাকরিজীবী নাজমুল ইসলাম বলেন, ‘জেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ এসেছে। ফলে নেটওয়ার্কও ফিরতে শুরু করেছে। তবে সব অপারেটর এবং সব জায়গায় নেটওয়ার্ক এখনো স্বাভাবিক না। ফেনী শহর এলাকায় আমরা ফোনে কথা বলতে পারছি। তবে গ্রাম এলাকাগুলোতে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।’

ফেনী ছাড়া টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত অন্য জেলাগুলো হলো—নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার।

বিটিআরসি জানিয়েছে, টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক করতে মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর, জ্বালানি ইত্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ফেনীর ফুলগাজী উপজেলায় মোবাইল অপারেটর রবি এবং টাওয়ারকো অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনঃস্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য দুটি স্পিডবোট সরবরাহ করা হয়েছে। সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলাতেও দুটি করে স্পিডবোট পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত