Ajker Patrika

হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ও বিকেলে উপজেলার ছিপাতলী ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশুর নাম মোহাম্মদ নওশাদ (১১) ও তাজবীদ (২)। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের এক পুকুরে গোসল করতে গিয়ে নওশাদ ও বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে তাজবীদ পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন নওশাদকে উদ্ধার করে বেসরকারি ও তাজবীদকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

নওশাদ ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আইয়ুবের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ছিপাতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আহসান লাভু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

অপরদিকে তাজবীদ হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মো. সুমনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহরিন আনোয়ার নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত