Ajker Patrika

মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১: ২৪
মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার সকাল ৭টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় হাতিয়ার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড।

মো. শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহটি তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা আনুমানিক ৩টার দিকে হাতিয়ার চর আতাউরসংলগ্ন মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় ঢেউয়ের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মো. শাহজাহানের (৪০) খোঁজ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত