বিট কর্মকর্তা সজল হত্যার প্রতিবাদে পেকুয়ায় বাপার মানববন্ধন 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৫: ২৭
Thumbnail image

কক্সবাজারের উখিয়ায় বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও মধুখালীর জব্দ করা বালুর নিলাম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রেস ক্লাব পেকুয়ার সামনের সড়কে শতাধিক নারী-পুরুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাপা পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ আন্দোলন বাপা পেকুয়ার সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক।

বক্তারা বলেন, উখিয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে সাজ্জাদুজ্জামান সজল নামের এক সৎ বিট কর্মকর্তাকে ডাম্পার ট্রাক চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে পরিবেশ ধ্বংসকারী বালুখেকো একটি সিন্ডিকেট। নির্মম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, সম্প্রতি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী এলাকায় বিগত কয়েক বছর আগে বন বিভাগ কর্তৃক জব্দ করা বালু নিলাম দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। নিলাম দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখে জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়ের বালু পাহাড়ে রক্ষিত রাখার দাবি জানান।

এ ছাড়া অবৈধভাবে পাহাড় কটা, বালু উত্তোলন, পাহাড়ের গাছ কাটা বন্ধ করতে হবে। অন্যথায় বাপা পেকুয়া উপজেলা শাখা আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান বক্তারা। এ সময় বাপা পেকুয়া উপজেলার নেতারা ও পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত